নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ৯ আসামিকে জামিন দেওয়ার ঘটনায় এবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সেই আবেদন হাইকোর্ট গ্রহণ করেছেন। সেই সঙ্গে তাঁকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নয় আসামিকে জামিন দেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এর আগে প্রক্রিয়া অনুসরণ না করে আসামিদের জামিন দেওয়ায় উচ্চ আদালত ওই বিচারককে ভর্ৎসনা করেছিলেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাঁর ক্ষমতার আবেদন গ্রহণ করে আদেশ দেন। এ সময় জেলা জজের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘আপনি একজন সিনিয়র জুডিশিয়াল অফিসার। আসামিকে কারাগারে পাঠিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাঁরা কারাগারে গেল না, অথচ আপনি আসামিদের জামিন দিয়ে দিয়েছেন। কোনো বিষয়ে তাড়াহুড়ো করলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বিচার তাড়াহুড়োর বিষয় নয়। আইনি প্রক্রিয়া মেনে না চললে বিচারকের সঙ্গে সঙ্গে বিচার বিভাগও ক্ষতিগ্রস্ত হয়। আর এই বিষয়টি লক্ষ্য রেখেই আমাদের বিচার কাজ পরিচালনা করতে হবে।’
আদালতে জেলা ও দায়রা জজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ। রিভিশন আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
জানা যায়, জমির দখল নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে করা একটি মামলায় ৯ আসামি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তবে হাইকোর্ট তাঁদের জামিন না দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সার্টিফায়েড কপি ছাড়া একই দিন জেলা ও দায়রা জজের কাছে আসামিদের পক্ষ থেকে আবেদন করলে তাঁদের জামিন দেওয়া হয়।
পরবর্তীতে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে মামলার বাদী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম (রিনা) হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয় জেলা জজকে। তলবের পরিপ্রেক্ষিতে হাজির হলে তাঁকে ভর্ৎসনা করেন হাইকোর্ট।
আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ৯ আসামিকে জামিন দেওয়ার ঘটনায় এবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমার আবেদন করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। সেই আবেদন হাইকোর্ট গ্রহণ করেছেন। সেই সঙ্গে তাঁকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া নয় আসামিকে জামিন দেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এর আগে প্রক্রিয়া অনুসরণ না করে আসামিদের জামিন দেওয়ায় উচ্চ আদালত ওই বিচারককে ভর্ৎসনা করেছিলেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাঁর ক্ষমতার আবেদন গ্রহণ করে আদেশ দেন। এ সময় জেলা জজের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘আপনি একজন সিনিয়র জুডিশিয়াল অফিসার। আসামিকে কারাগারে পাঠিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাঁরা কারাগারে গেল না, অথচ আপনি আসামিদের জামিন দিয়ে দিয়েছেন। কোনো বিষয়ে তাড়াহুড়ো করলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বিচার তাড়াহুড়োর বিষয় নয়। আইনি প্রক্রিয়া মেনে না চললে বিচারকের সঙ্গে সঙ্গে বিচার বিভাগও ক্ষতিগ্রস্ত হয়। আর এই বিষয়টি লক্ষ্য রেখেই আমাদের বিচার কাজ পরিচালনা করতে হবে।’
আদালতে জেলা ও দায়রা জজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ। রিভিশন আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
জানা যায়, জমির দখল নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে করা একটি মামলায় ৯ আসামি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তবে হাইকোর্ট তাঁদের জামিন না দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী গত ২১ মে আসামিরা কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সার্টিফায়েড কপি ছাড়া একই দিন জেলা ও দায়রা জজের কাছে আসামিদের পক্ষ থেকে আবেদন করলে তাঁদের জামিন দেওয়া হয়।
পরবর্তীতে আসামিদের জামিন চ্যালেঞ্জ করে মামলার বাদী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম (রিনা) হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয় জেলা জজকে। তলবের পরিপ্রেক্ষিতে হাজির হলে তাঁকে ভর্ৎসনা করেন হাইকোর্ট।
পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা
১ ঘণ্টা আগেকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগেজন্মগতভাবে প্রতিবন্ধী সেই মানিক পা দিয়ে লিখে এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন। পাবলিক পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও পা দিয়ে লিখে সফলতা পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে