নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় ইউনিয়নবাসীর সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দেয় গ্রামবাসী। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান প্রধান সড়কে মানববন্ধনও করেন। বর্তমানে ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে।
নারায়ণহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. শাহাদাত বলেন, ‘কিছুতেই বিগত সরকারের দোসর এই চেয়ারম্যানকে দপ্তরে বসতে দেওয়া হবে না। তাঁকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। কেননা তিনি আওয়ামী লীগের দোসর এবং দখলবাজ ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। এখানে তাঁর কোনো ঠাঁই নেই।’
স্থানীয় বাসিন্দা গাড়িচালক আমির খান বলেন, ‘এই পরিষদকে সংস্কার করতে হবে। এই অথর্ব চাঁদাবাজ চেয়ারম্যানের সকল ষড়যন্ত্রকে রুখতে হবে শক্ত হাতে। এটা আমাদের করতেই হবে। তাঁকে আর কেউ চায় না।’
পরিষদের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘তাঁর স্থান আর নারায়ণহাট ইউপিতে হবে না। তিনি ছেঁচড়া প্রকৃতির প্রতিনিধি।’
জানতে চাইলে চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ বলেন, ‘জনগণের অর্পিত দায়িত্ব পালনে বাধা এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। আমি আওয়ামী লীগের চেয়ারম্যান নই, আমি স্বতন্ত্রের। ব্যক্তিগত জনপ্রিয়তায় আমি বারবার চেয়ারম্যান হয়েছি।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘উত্তেজনাকর পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষায় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে। তা ছাড়া বিষয়টি ইউএনও মহোদয় অবগত। তাঁর নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) তাঁকে নিজ দায়িত্বে পরিষদ পরিচালনার লিখিত প্রশাসনিক ক্ষমতা দিয়েছেন। সে ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রস্তুতি নিয়ে রাখলে বিষয়টি ইতিবাচক হয়।’
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় ইউনিয়নবাসীর সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দেয় গ্রামবাসী। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান প্রধান সড়কে মানববন্ধনও করেন। বর্তমানে ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনও পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে।
নারায়ণহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. শাহাদাত বলেন, ‘কিছুতেই বিগত সরকারের দোসর এই চেয়ারম্যানকে দপ্তরে বসতে দেওয়া হবে না। তাঁকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। কেননা তিনি আওয়ামী লীগের দোসর এবং দখলবাজ ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। এখানে তাঁর কোনো ঠাঁই নেই।’
স্থানীয় বাসিন্দা গাড়িচালক আমির খান বলেন, ‘এই পরিষদকে সংস্কার করতে হবে। এই অথর্ব চাঁদাবাজ চেয়ারম্যানের সকল ষড়যন্ত্রকে রুখতে হবে শক্ত হাতে। এটা আমাদের করতেই হবে। তাঁকে আর কেউ চায় না।’
পরিষদের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘তাঁর স্থান আর নারায়ণহাট ইউপিতে হবে না। তিনি ছেঁচড়া প্রকৃতির প্রতিনিধি।’
জানতে চাইলে চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ বলেন, ‘জনগণের অর্পিত দায়িত্ব পালনে বাধা এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। আমি আওয়ামী লীগের চেয়ারম্যান নই, আমি স্বতন্ত্রের। ব্যক্তিগত জনপ্রিয়তায় আমি বারবার চেয়ারম্যান হয়েছি।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘উত্তেজনাকর পরিস্থিতিতে শৃঙ্খলা রক্ষায় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে। তা ছাড়া বিষয়টি ইউএনও মহোদয় অবগত। তাঁর নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) তাঁকে নিজ দায়িত্বে পরিষদ পরিচালনার লিখিত প্রশাসনিক ক্ষমতা দিয়েছেন। সে ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রস্তুতি নিয়ে রাখলে বিষয়টি ইতিবাচক হয়।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৩ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৪ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৪ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৪ ঘণ্টা আগে