Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১১: ২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে জেলার কালিহাতী উপজেলার সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

তবে হাইওয়ে পুলিশ বলছে, বেলা বাড়ার সঙ্গে চাপও খানিকটা হালকা হচ্ছে।

এদিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরে সেগুলো অপসারণ করে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা দুবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দিকে পরপর কয়েকটি গাড়ি বিকল হওয়ায় গাড়ির চাপ পড়েছে এই মহাসড়কে। এতে সেতু-পূর্ব গোলচত্বর থেকে গাড়ির ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত