Ajker Patrika

পরীমণি-সাকলাইনের ভাইরাল হওয়া ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণি-সাকলাইনের ভাইরাল হওয়া ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে রিট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়। 

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট আবেদনটি দায়ের করেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবকে রিটে প্রতিপক্ষ করা হয়েছে।

একই রিট আবেদনে মৃত কলেজছাত্রী মুনিয়া ও জেকেজির ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্রহরণ করে কারও ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে রিট আবেদনকারী জানিয়েছেন।

রিট আবেদনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে কিছু ব্যক্তিকে নির্দিষ্টভাবে টার্গেট করে ব্যক্তিগত ভিডিও প্রকাশ হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে। মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ হচ্ছে। এতে বিশেষ করে নারীদের চরিত্রটাকে টার্গেট করেই এটা করা হচ্ছে।
সম্প্রতি পরীমণি, কলেজছাত্রী মুনিয়াসহ অনেকের ব্যক্তিগত ভিডিও প্রকাশ হয়েছে। যা সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এবং তাঁদের চরিত্রহরণ করার জন্যই করা হয়েছে।

এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনে বলা হয়েছে, এটা একজন মানুষের মৌলিক অধিকার হরণ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত