নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই কলেজের অন্তত ৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ঢাকা কলেজে তিন শিক্ষার্থীর নাম জানা গেছে, তারা হলেন-একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছালিম, রিমেল (২২) ও অনার্স ৩য় বর্ষের আরিফ। তবে আইডিয়ালের শিক্ষার্থীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পরে স্থানীয় থানা-পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে দুই পক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। এরপর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গ্রিনরোডে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে করে উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের দফায় দফায় চলা এই সংঘর্ষের প্রভাবে মুহূর্তেই বন্ধ হয়ে যায় সেন্ট্রাল রোড, সাইন্সল্যাব ও পান্থপথসহ আশপাশের এলাকার যান চলাচল। আতঙ্কিত হয়ে যান পথচারী এলাকাবাসীরা ৷ ঘটনার শুরু থেকেই স্থানীয় ধানমন্ডি থানা, কলাবাগান থানা ও নিউমার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্যরা। পরবর্তীতে দুই পক্ষের শিক্ষার্থীরাই নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান ৷
ঘটনার বিষয়ে ডিএমপির রমনা (নিউমার্কেট-ধানমন্ডি) জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল ৷ বিভিন্ন সময় এই দুই কলেজের শিক্ষার্থীদের মন মালিন্য, ফেসবুক পোস্ট, কমেন্ট, শিক্ষকের কাছে কোচিংয়ের ঝামেলা এসবের একটা আফটার ইফেক্ট হলো আজকের ঘটনা ৷
আমরা যতটা জেনেছি গতকাল ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয় ৷ এতে ঢাকা কলেজের সামনে পেয়ে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের দুজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার জেরে আজ ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুড়েছিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ৷ এই ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে উত্তেজিত শিক্ষার্থীদের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয় ৷ পুলিশ এবং শিক্ষকেরা মিলে পরিস্থিতি স্বাভাবিকে এনেছেন।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় অনভিপ্রেত বলে মন্তব্য করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের জন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় অনভিপ্রেত এবং ন্যক্কারজনক ব্যাপার। সড়কে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ ফলে গাড়ির ক্ষতি হয়েছে একই সঙ্গে চালকও আহত হয়েছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এমন কথা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘বাসে যদি শিক্ষার্থীরা থাকত তাহলে এই ঘটনা অন্যদিকে মোড় নিতে পারত। তাই এমন ঘটনা আবার যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঢাকা কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের যেমনিভাবে সংঘর্ষ থেকে নিভৃত করেছেন অপরপাশেও এমন সহযোগিতা প্রয়োজন ছিল।’
সংঘর্ষের বিষয়ে আইডিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, ‘ঢাকা কলেজের বাসে ঢিল মারার অভিযোগে আমাদের কলেজে হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা রাস্তা থেকে কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কলেজের জানালার গ্লাস ভেঙে যায়। এতে আমাদের কলেজের তিন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন। তাদের বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এমনকি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোডের মাথায় থাকা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে।’
রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই কলেজের অন্তত ৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ঢাকা কলেজে তিন শিক্ষার্থীর নাম জানা গেছে, তারা হলেন-একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছালিম, রিমেল (২২) ও অনার্স ৩য় বর্ষের আরিফ। তবে আইডিয়ালের শিক্ষার্থীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার পরে স্থানীয় থানা-পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে দুই পক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। এরপর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গ্রিনরোডে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে করে উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের দফায় দফায় চলা এই সংঘর্ষের প্রভাবে মুহূর্তেই বন্ধ হয়ে যায় সেন্ট্রাল রোড, সাইন্সল্যাব ও পান্থপথসহ আশপাশের এলাকার যান চলাচল। আতঙ্কিত হয়ে যান পথচারী এলাকাবাসীরা ৷ ঘটনার শুরু থেকেই স্থানীয় ধানমন্ডি থানা, কলাবাগান থানা ও নিউমার্কেট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দুপুর সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্যরা। পরবর্তীতে দুই পক্ষের শিক্ষার্থীরাই নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান ৷
ঘটনার বিষয়ে ডিএমপির রমনা (নিউমার্কেট-ধানমন্ডি) জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল ৷ বিভিন্ন সময় এই দুই কলেজের শিক্ষার্থীদের মন মালিন্য, ফেসবুক পোস্ট, কমেন্ট, শিক্ষকের কাছে কোচিংয়ের ঝামেলা এসবের একটা আফটার ইফেক্ট হলো আজকের ঘটনা ৷
আমরা যতটা জেনেছি গতকাল ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয় ৷ এতে ঢাকা কলেজের সামনে পেয়ে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের দুজন শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার জেরে আজ ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুড়েছিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ৷ এই ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে উত্তেজিত শিক্ষার্থীদের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয় ৷ পুলিশ এবং শিক্ষকেরা মিলে পরিস্থিতি স্বাভাবিকে এনেছেন।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় অনভিপ্রেত বলে মন্তব্য করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের পরিবহনের জন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় অনভিপ্রেত এবং ন্যক্কারজনক ব্যাপার। সড়কে উপর্যুপরি ইটপাটকেল নিক্ষেপ ফলে গাড়ির ক্ষতি হয়েছে একই সঙ্গে চালকও আহত হয়েছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এমন কথা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘বাসে যদি শিক্ষার্থীরা থাকত তাহলে এই ঘটনা অন্যদিকে মোড় নিতে পারত। তাই এমন ঘটনা আবার যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঢাকা কলেজের শিক্ষকেরা শিক্ষার্থীদের যেমনিভাবে সংঘর্ষ থেকে নিভৃত করেছেন অপরপাশেও এমন সহযোগিতা প্রয়োজন ছিল।’
সংঘর্ষের বিষয়ে আইডিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, ‘ঢাকা কলেজের বাসে ঢিল মারার অভিযোগে আমাদের কলেজে হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা রাস্তা থেকে কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কলেজের জানালার গ্লাস ভেঙে যায়। এতে আমাদের কলেজের তিন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন। তাদের বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এমনকি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোডের মাথায় থাকা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
২৭ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে