Ajker Patrika

টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯: ৩২
টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার পণ্ড

গাজীপুরে টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। আজ বুধবার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ কোনো নেতা-কর্মীকে আটক করেনি। 

এর আগে বিকেল থেকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের দুটি দল ওই স্থানে গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের বেরিয়ে যেতে বলে। এ সময় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কাজী সায়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ইফতার মাহফিলের আয়োজন করতে পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ বিকেল ৫টার দিকে পুলিশের দুটি দল ইফতার মাহফিলে এসে সব কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় আমাদের গ্রেপ্তার করবেন বলে জানায়। এ সময় আমাদের নেতা-কর্মীরা পাশের সড়কে দাঁড়িয়ে থাকে।’ 

টঙ্গীতে বিএনপির ইফতার মাহফিল পণ্ড। ছবি: আজকের পত্রিকাটঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা-কর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে আজ পাশাপাশি দুটি স্থানে অবস্থান নেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে ইফতার মাহফিল নিয়ে সব নেতা-কর্মীদের স্থান ত্যাগ করতে বলা হয়। তাদের লিখিত কোনো অনুমতি ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত