Ajker Patrika

ঢাকায় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ স্বাস্থ্য সম্মেলন

ঢাকায় ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ স্বাস্থ্য সম্মেলন

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএইচএ গ্লোবাল সামিট ২০২৪। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ায় এই প্রথম। নয় দিনের এই সম্মেলনে দুই হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন। 

এতে বক্তব্য দেবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানীসহ ১০০ জনের বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০ টির বেশি কোর্স এবং সায়েন্টিফিক সেশন। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম। 

রাজধানী তেজগাঁওয়ে হোটেল হলি ডে ইন-এ অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন পিএইচএ -এর ট্রাস্টি ডা. জাকেরুল্লাহ ও ওমর শরীফ, গাইনোকোলজিস্ট ডা. রেহানা ইয়াসমিন জামান, লিভার বিশেষজ্ঞ ডা.আশরাফ মালিক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ আসিফ আরাফাত সিদ্দিক।

ডা. তাসবিরুল ইসলাম আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এর আগে ১৮, ১৯, ২০, ২২, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫টি সম্মেলন পূর্ববর্তী কোর্স অনুষ্ঠিত হবে। সম্মেলনের পরে ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে আরও তিনটি কোর্স। দেশের বৃহৎ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে যাওয়া লাইভ সেশনগুলোয় বিশেষজ্ঞদের কাছে নবীন চিকিৎসকগণ নানা জটিল বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে ডা. তাসবিরুল ইসলাম সম্প্রতি এক অভিনেতা হার্ট অ্যাটাকে মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, তাঁকে যদি কেউ তৎক্ষণাৎ সিপিআর দিত তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা চাচ্ছি এই বিষয়গুলো সকলকে জানতে, সচেতন করতে। মানুষ সচেতন থাকলে অনেক ধরনের রোগ প্রতিরোধ সম্ভব। 

তিনি বলেন, আমাদের মেডিকেল চিকিৎসার শিক্ষাক্রমে যথেষ্ট দুর্বলতা রয়েছে। উন্নত দেশ গুলির তুলনায় আমাদের মেডিকেল শিক্ষা চার থেকে পাঁচ বছর পিছিয়ে। এ কারণে সম্প্রতি বিদেশি শিক্ষার্থী ভর্তি অস্বাভাবিক ভাবে কমে গেছে। 

আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে মিলে কারিকুলাম উন্নয়নের চেষ্টা করছি। আশা করি ৪-৫ বছরের মধ্যে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

বক্তার বলেন, স্বাস্থ্য সেবায় পিছিয়ে বাংলাদেশ। বিশেষকরে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। মূলত স্বাস্থ্য সেক্টরে বাজেট অস্বাভাবিক কম। তাই কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না। তবে বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়েছে। অর্থনীতির কলেবর বেড়েছে। আশা করছি স্বাস্থ্য ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব। 

দেশের রোগীরা চিকিৎসার জন্য বিদেশে যায়। আমাদের প্রত্যাশা আমরা যেভাবে কাজ করছি, সকলের সহযোগিতা পেলে বিদেশ থেকে রোগীরা এ দেশে চিকিৎসা নিতে আসবে। 

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) প্রসঙ্গে ডা. তাসবিরুল ইসলাম বলেন, পিএইচএ হলো বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী চিকিৎসা সংগঠন। করোনাকালীন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সাড়ে তিন বছর ধরে সুনামের সঙ্গে বাংলাদেশি চিকিৎসকদের চিকিৎসা শিক্ষা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে আসছে পিএইচএ। 

তিনি জানান, উপমহাদেশের বৃহৎ এই সম্মেলনের আগের ৫ দিনে লন্ডন কোর রিভিউ, পিএএলএস, ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, রেডিওলোজি কোর্স, সিস্টেমেটিক রিভিউ অফ মেডিকেল লিটারেচার, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হোমোডায়ালিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফরগাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্টক্যান্সার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলজিস্ট, কোর্স অন কমিউনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্ট্রাটিজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রান্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীর তাদের মতামত তুলে ধরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত