মাদারীপুর প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।
জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’
কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।
জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’
কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
৮ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
৯ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
৩৭ মিনিট আগে