Ajker Patrika

ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১২
Thumbnail image

বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৩৪ মিনিটে খুতবা শুরু হয়ে শেষ হয় ১টা ৪৬ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি।

এ তথ্য জানিয়ে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। ইজতেমায় ৫৪ দেশের ৬ হাজার ১২৬ জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন।’

ময়দানের লোক ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নেন। ইজতেমা ময়দান, আশপাশের সড়ক ও ভবনের ছাদে মানুষকে নামাজে অংশ নিতে দেখা যায়। এ সময় ময়দানের আশপাশের শাখা সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর থেকে চেরাগ আলী এলাকায় সড়কে নামাজ আদায় করেন লাখো মুসল্লি।

জুমার নামাজের আগে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করেন আরবের শেখ মোফল। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ আসর বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিব বাদ বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত