Ajker Patrika

কিশোরগঞ্জে শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০৮
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস। ছবি: আজকের পত্রিকা
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অফিস। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ বুধবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করে এ ঘোষণা দেয় তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ভেঙে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়কারী আশরাফ আলী সোহান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা ও তাঁর দোসরেরা বাংলাদেশে আবার বিশৃঙ্খলা তৈরি করা পাঁয়তারা করছেন। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে। হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে আওয়ামী অফিসে পাবলিক টয়লেট লিখে ফ্যাসিবাদ পতনের অর্ধবার্ষিকী উদ্‌যাপন কো হয়েছে।

আশরাফ আলী সোহান বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত