Ajker Patrika

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুর্ঘটনাস্থলে প্রত্যয়, চালক উদ্ধার না হওয়ায় ক্ষোভ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১: ৫৯
ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুর্ঘটনাস্থলে প্রত্যয়, চালক উদ্ধার না হওয়ায় ক্ষোভ

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মায় ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার তিন দিন পর দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ শুক্রবার বেলা ২টার দিকে প্রত্যয় এসে পাটুরিয়ায় পৌঁছায়। তবে ফেরি উদ্ধার করতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা প্রত্যয় আসার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। এখন পর্যন্ত তাঁর সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনেরা।

নিখোঁজ হুমায়ুন কবিরের আত্মীয়স্বজন ও ডুবে যাওয়া ফেরিতে থাকা যানবাহনমালিক-শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তৃতীয় দিন দুপুর পর্যন্ত নামকাওয়াস্তে চলেছে উদ্ধার তৎপরতা। গত তিন দিনে দুটি ট্রাকসহ একটিমাত্র কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। তিন দিনে কী অর্জন হলো আমরা বুঝতে পারছি না।’

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দুর্ঘটনাস্থলে প্রত্যয়।

দুর্ঘটনাস্থলে উপস্থিত নিখোঁজ হুমায়ুন কবিরের ছোট ভাই রফিকুল ইসলাম বলেন, তিন দিন ধরে ভাইয়ের খোঁজে অপেক্ষায় আছি। কখন দেখা মিলবে ভাইয়ের সঙ্গে বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিন।

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন পাটুরিয়া শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, ‘নিখোঁজ হুমায়ুন আমার সংগঠনের সভাপতি। তাঁর আত্মীয়স্বজন ঘটনার দিন থেকে এখানে অবস্থান করছেন। তিন দিনেও তাঁর সন্ধান মিলছে না। সন্ধান মিললে তাঁকে গ্রামের বাড়িতে পাঠাতেও সময় লাগবে। এত সময়ে লাশের কী অবস্থা হবে আল্লাহই ভালো জানেন।’

মুজিবল হক নামের এক ব্যবসায়ী বলেন, ‘ফেরিডুবির তিন দিন পার হচ্ছে। ফেরিতে আমার দুটি ট্রাকে ভুট্টা বোঝাই ছিল। পানির নিচে থাকা ভুট্টাগুলো নিশ্চয়ই পচে গেছে। তারপরও হদিস পাচ্ছি না।’

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘আমরা এ পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি ছয়টি ট্রাক এখনো শনাক্ত করতে পারিনি।’

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসির ডুবুরি দল একসঙ্গে কাজ করছে। নিখোঁজ হুমায়ুন কবিরকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি।’

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, আজ শুক্রবার সকাল থেকে ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢোকানো হয়েছে। ব্যাগগুলোতে বাতাস দেওয়া হচ্ছে। তাতে ফেরিটি ধীরে-ধীরে ওপরের দিকে উঠে আসবে।

আরিফ আহমেদ মোস্তফা আরও বলেন, আজ শুক্রবার বেলা ২টার দিকে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়াঘাটে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সেটি পজিশন নিয়ে ফেরি ওঠানোর কাজে অংশ নেবে।

প্রসঙ্গত, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ দুই উদ্ধারজাহাজ তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত