Ajker Patrika

উত্তরায় আইসিডিডিআরবির নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরায় আইসিডিডিআরবির নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

রাজধানীর উত্তরায় চালু হলো দেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত আইসিডিডিআরবি ডায়াগনস্টিক ল্যাবরেটরি। এখন থেকে এই শাখায় নমুনা সংগ্রহ করা হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নমুনা সংগ্রহ কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিচালক ড. দিনেশ মন্ডল কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. তাহমিদ আহমেদ রোগ শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার গুণমান ও সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

ড. তাহমিদ আহমেদ বলেন, আইসিডিডিআরবি’র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ, যা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রচেষ্টার জন্য অপরিহার্য।

ড. দিনেশ মন্ডল আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি শুধু উত্তরার মানুষদেরকেই উপকৃত করবে না, বরং এর পার্শ্ববর্তী এলাকা যেমন টঙ্গী ও গাজীপুরে বসবাসকারী মানুষদের জন্যও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা প্রদানের মাধ্যমে সঠিক রোগ নির্ণয়ে সহায়তা করবে।

আগামীকাল শুক্রবার থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রটি কার্যক্রম শুরু করবে। সারা বছর প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। তবে, কোভিড-১৯ এর পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত