Ajker Patrika

দরজি মনিরের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৩০
দরজি মনিরের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭ জানুয়ারি

কথিত ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর স্বঘোষিত সভাপতি মনির খান ওরফে দরজি মনিরের চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম এই তারিখ ধার্য করেন। 

সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত। 

গত ৯ আগস্ট দরজি মনিরকে কারাগারে পাঠানো হয়। ৪ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩ আগস্ট মনিরের বিরুদ্ধে রাজধানী কামরাঙ্গীরচর থানায় চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন এই মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ অনেক মন্ত্রী-এমপির সঙ্গে নিজের ছবি সফটওয়্যারের মাধ্যমে এডিট করে বসাতেন মনির খান। ওই সব ছবি দেখিয়ে নিজেকে বড় নেতা সাজিয়ে নানাভাবে চাঁদাবাজি করতেন। 

মামলার এজাহারে বলা হয়, একটি ছোট দরজির দোকানে চাকরি করতেন মনির। হঠাৎ করে তিনি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডির মাধ্যমে সখ্য গড়ে একেক সময় একেক রাজনৈতিক পদবি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। মনির এবং তাঁর সহযোগীরা ঢাকা মহানগরীতে এবং বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন। তিনি তাঁর ভুঁইফোড় সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক নেতাদের নাম করে টাকা আদায়, বিভিন্ন চাকরি দেওয়া এবং পদায়নের জন্য অনেক লোকজনের কাছ থেকে টাকা নিতেন। 

ইসমাইল এজাহারে আরও বলেন, গত ৩০ জুলাই বেলা আড়াইটার দিকে কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার ৫৭ নম্বর ওয়ার্ডে দরজি মনির তাঁর সংগঠনের পদ প্রদান ও বড় বড় নেতাদের সঙ্গে সুসম্পর্ক করিয়ে দেওয়ার নাম করে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ছবি এডিট করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি বসিয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রচার করে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছেন। এভাবে নিজেকে বড় মাপের নেতা হিসেবে প্রমাণের চেষ্টা করতেন। এজাহারে আরও বলা হয়, মনির ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচার করতেন। 

উল্লেখ্য, গত ১ আগস্ট মনির খানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। কামরাঙ্গীরচর থানায় মামলা হওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত