অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
দেশের সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা না করে, মূল্যায়ন করতে হবে। ব্যক্তিস্বার্থে নয়, আমি সারা জীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে।’
আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করার জন্য।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির তনয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ।
এ ছাড়া রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।
দেশের সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা না করে, মূল্যায়ন করতে হবে। ব্যক্তিস্বার্থে নয়, আমি সারা জীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে।’
আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করার জন্য।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির তনয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ।
এ ছাড়া রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।
নিহত ব্যক্তি ফাঁকা বাসায় ঘটনার রাতে ৫ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কথা বলে আসামিদের বাসায় ডেকে আনে। কিন্তু পরে টাকা না দিয়ে মোবাইলে শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চাকু দিয়ে ওই ব্যক্তিকে গলা ও ঊরুতে আঘাত করে হত্যা করেন।
৪ মিনিট আগেহবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আ
১৮ মিনিট আগেইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২৮ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
২৮ মিনিট আগে