Ajker Patrika

জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে রুট পারমিটহীন যানবাহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে রুট পারমিটহীন যানবাহন

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান পরিচালনা করেছে। গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা সিটির ভেতরে চলাচলের অনুমোদন নেই—এমন বাস ও মিনিবাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আজ রোববার বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে রুট পারমিটহীন ও রুট পারমিটের মেয়াদহীন বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীনের অধীনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে। 

অভিযানের বিষয়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত ঢাকা শহরে চলাচলের অনুমোদন ছাড়াই শহরে চলাচলকারী বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেশন করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই—এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

রুট পারমিট না থাকলেও শুধু জরিমানা করে কেন এই যানবাহনগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যেহেতু এসব পরিবহনকে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে, সেহেতু এর মাধ্যমে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তারা যেন দ্রুত কাগজটা ঠিক করে নেয়। তারা বুঝবে আমি যদি রুট পারমিট ভায়োলেশন করি, তাহলে আমাকে যে টাকা জরিমানা করা হবে, সেই টাকায় আমি আমার কাগজপত্র ঠিক করতে পারব।’ 

অভিযানে সর্বোচ্চ ৮ হাজার টাকা জরিমানা করা হয় রূপান্তর পরিবহনের একটি বাসকে। এই বাসের ঢাকার বাইরের রুটে চলাচলের অনুমোদন থাকলেও ঢাকা শহরে নেই। কিন্তু বাসটি শহরের ভেতরই চলাচল করছিল। রুট পারমিট ভায়োলেশন ও রুট পারমিটের মেয়াদ না থাকায় বন্ধন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসটি সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচলের অনুমতি নিয়ে ঢাকা শহরে চলাচল করছিল। এ ছাড়া সাভার ও ঘিওর রুটে চলাচলের অনুমতি নিয়ে মোহাম্মদপুর থেকে সাইনবোর্ড রুটে চলাচল করা মিডলাইন পরিবহনের একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। রুট পারমিট না থাকায় জরিমানা গুনতে হয়েছে রজনীগন্ধা পরিবহনের দুটি বাস, দোয়েল, খাজাবাবা, স্বদেশ, দোলা, বন্ধন, হিমাচল ও বাহন পরিবহনের একটি করে বাসকে। 

যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল সাবরিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত