Ajker Patrika

রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫: ৫৬
রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে এস এম জাকারিয়া জামি (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত দেড়টার দিকে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে জামির বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামে। বর্তমানে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। জামি তেজগাঁও আহসানউল্লাহ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষে পড়াশোনা করত।

দেলোয়ার হোসেন আরও বলেন, রাতে বন্ধুদের সঙ্গে বাইরে যেতে চেয়েছিল জামি। বেশি রাত হওয়ায় জামিকে বাইরে যেতে নিষেধ করা হয়। এ বিষয় নিয়ে জামির সঙ্গে মনোমালিন্য হয়। রাতে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দেখা যায় জামি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ধোলাইপাড় থেকে ওই শিক্ষার্থীকে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান বলেন, জাকারিয়া জামি নামের ওই ধোলাইপাড়ের বাসায় বাবার সঙ্গে অভিমান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত