নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোলট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, গত শনিবার ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় পোলট্রি খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোলট্রি খামারি জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাস মিয়াসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম। বুধবার ভোরে নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে সুমন মিয়া ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারনামীয়, অপরজন পুলিশের তদন্তে শনাক্ত হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ দুটি মামলা রয়েছে।’
নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোলট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, গত শনিবার ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় পোলট্রি খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোলট্রি খামারি জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাস মিয়াসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম। বুধবার ভোরে নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে সুমন মিয়া ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারনামীয়, অপরজন পুলিশের তদন্তে শনাক্ত হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ দুটি মামলা রয়েছে।’
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৮ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে