Ajker Patrika

সরকার সাম্প্রদায়িক হামলার তদন্ত চায় না: নুর

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২: ১১
Thumbnail image

সরকারের নিজ দলের 'থলের বিড়াল' বের হওয়ার ভয়ে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের তদন্ত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'সম্প্রতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার' দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করেন তাঁরা। মশাল মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

নুরুল হক নুর বলেন, দুর্বৃত্তরা বিভিন্ন সময় যে অঘটন ঘটাচ্ছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। কারণ সরকার এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত চায় না, বিচার করতে চায় না। কারণ তাহলে তাদের 'থলের বিড়াল' বের হয়ে আসবে। 

নুর আরও বলেন, নাসিরনগরের মন্দির ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত তিনজনকে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। এর মাধ্যমে আমরা বুঝতে পারি সরকার এই অপশক্তিকে প্রশ্রয় দিচ্ছে। সাম্প্রদায়িক হামলার একটি ঘটনারও বিচার হচ্ছে না। একটি ঘটনারও তদন্ত হচ্ছে না।   

এ সময় তিনি যে সমস্ত মন্দির ভাঙচুর করা হয়েছে ওই সব মন্দির সরকারি খরচে নির্মাণের দাবি জানান। এ ছাড়া যারা যতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তার দ্বিগুণ পরিমাণ সহযোগিতা করারও দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত