Ajker Patrika

আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা যুব অধিকারের, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৫, ১৯: ৪০
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন তাঁরা। সচিবালয়ের পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

বিক্ষোভে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রাতের আঁধারে দেশ ছেড়ে গেলেন—এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। আমরা জানতে চাই, তাঁকে কীভাবে বিদেশে যেতে দেওয়া হলো?’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।

সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৩টা ৫ মিনিটে আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তাঁর শ্যালক অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান।

এ ঘটনায় যুব অধিকার পরিষদ জানিয়েছে, তারা দেশের জনগণের জবাবদিহি নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত