নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি–জামায়াতপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথও নেন তারা।
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এইরকম একতরফা নির্বাচন আমরা কখনো দেখিনি। জাতীয় পার্টি সকালে এক কথা দুপুরে আরেক কথা, বিকেলে আবার আরেক কথা বলে।’
আইনজীবীরা যে শপথ নিয়েছেন, এই শপথ বৃথা যাবে না। সারা দেশের মানুষ আন্দোলনে আসবে। সেই আন্দোলনে এই সরকারের পদত্যাগ করতে বাধ্য হবে।
জয়নুল আবেদীন সরকারের উদ্দেশে বলেন, এই মন্ত্রী পরিষদ হচ্ছে সম্মেলনের কমিটি গঠন। রাষ্ট্রের জন্য কমিটি গঠন। এই কমিটি আমরা মানি না। এই নির্বাচন আমরা মানি না।
ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, এই নির্বাচনে জনগণ অনাস্থা প্রকাশ করেছে।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন সরকার। দিল্লিকে বলতে চাই এই সরকারকে সমর্থন দেবেন না। পারলে জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। স্বাধীনতার পরে নির্বাচনের নামে সবচেয়ে খারাপ প্রতারণা এবার হয়েছে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের আবাল বৃদ্ধা বণিতা এর নাম দিয়েছে ‘ডামি’ নির্বাচন। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য যেসব ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে কেউই এই নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কনভেনর আইনজীবী শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, কে এম জাবির, মোহাম্মদ আলী, এ কে এম রেজাউল করিম খন্দকার, নাসরিন আক্তার ও নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি–জামায়াতপন্থী ও সরকার বিরোধী আইনজীবীরা। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথও নেন তারা।
আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এইরকম একতরফা নির্বাচন আমরা কখনো দেখিনি। জাতীয় পার্টি সকালে এক কথা দুপুরে আরেক কথা, বিকেলে আবার আরেক কথা বলে।’
আইনজীবীরা যে শপথ নিয়েছেন, এই শপথ বৃথা যাবে না। সারা দেশের মানুষ আন্দোলনে আসবে। সেই আন্দোলনে এই সরকারের পদত্যাগ করতে বাধ্য হবে।
জয়নুল আবেদীন সরকারের উদ্দেশে বলেন, এই মন্ত্রী পরিষদ হচ্ছে সম্মেলনের কমিটি গঠন। রাষ্ট্রের জন্য কমিটি গঠন। এই কমিটি আমরা মানি না। এই নির্বাচন আমরা মানি না।
ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, এই নির্বাচনে জনগণ অনাস্থা প্রকাশ করেছে।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন সরকার। দিল্লিকে বলতে চাই এই সরকারকে সমর্থন দেবেন না। পারলে জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। স্বাধীনতার পরে নির্বাচনের নামে সবচেয়ে খারাপ প্রতারণা এবার হয়েছে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের আবাল বৃদ্ধা বণিতা এর নাম দিয়েছে ‘ডামি’ নির্বাচন। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য যেসব ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে কেউই এই নির্বাচনে অংশ গ্রহণ করেনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের কনভেনর আইনজীবী শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটির সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, কে এম জাবির, মোহাম্মদ আলী, এ কে এম রেজাউল করিম খন্দকার, নাসরিন আক্তার ও নূরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে