Ajker Patrika

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের বাড়তি ৫ টাকা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের বাড়তি ৫ টাকা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২০ টাকার করার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এক মানববন্ধন থেকে বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘আমরা বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পুরোনো ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে পূর্বের ন্যায় ১৬ জোড়া ট্রেন চলাচল ও এর বগি বৃদ্ধির দাবি জানাই।’

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রায় আট মাস রেল চলাচল বন্ধ ছিল। গত মাসে পুরোনো ট্রেনকে কমিউটার নাম দিয়ে তা আবার চালু করা হয়েছে। কিন্তু ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ভাড়া বৃদ্ধিকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে রফিউর রাব্বী বলেন, দূরত্ব অনুযায়ী এই রুটের ভাড়া ১৫ টাকারও কম। অথচ এখানে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। মূলত নিম্ন, মধ্যবিত্ত চাকরিজীবী, ছাত্র ও সাধারণ মানুষ এই ট্রেনের যাত্রী। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৫ টাকা বৃদ্ধি অনেক বেশি। 

সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল বলেন, ‘সারা দুনিয়ায় রেলকে আধুনিকায়ন করে যোগাযোগের প্রধানতম মাধ্যম হিসেবে গড়ে তুলছে। সেখান আমাদের মতো জনবহুল দেশে সরকারের অসাধু ব্যক্তিরা রেলকে অকার্যকর করে তোলার প্রক্রিয়ায় নিয়োজিত। আমরা এই রেলের সেবা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবি জানাই।’ 

মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপের জেলা সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক শহিদুল ইসলাম নান্নু ও সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা। 

পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ চলায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল আট মাস। এই সময়ে ওই পথে নিয়মিত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কোনো ঘোষণা ছাড়াই পাঁচ টাকা ভাড়া বাড়িয়ে ১ আগস্ট থেকে আবার ট্রেন চালু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত