Ajker Patrika

নগরকান্দা পৌর মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দা পৌর মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন 

ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা সদরের প্রধান সড়কে এই মানববন্ধন করা হয়।

নগরকান্দা পৌরবাসীর ব্যানারে এ মানববন্ধনে নেতৃত্ব দেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলু মাতুব্বর। মানববন্ধনে আরও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর নাসির মাহমুদসহ স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে পৌর মেয়রের স্বেচ্ছাচারিতা, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি, কাউন্সিলর ও পৌর কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ তোলা হয়।

এর আগে নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গত ৩০ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০ জন কাউন্সিলর স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে আনা সেই অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াসিন কবিরের নেতৃত্বে তদন্ত শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ও মেয়রের উপস্থিতিতে এ সময় কাউন্সিলরদের সাক্ষ্য নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত