Ajker Patrika

‘মিছিলের প্রস্তুতিকালে’ ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১: ৩৪
‘মিছিলের প্রস্তুতিকালে’ ছাত্রদলের সাবেক সভাপতি খোকন আটক

মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে আটক করেছে রাজধানীর হাতিরঝিল থানা-পুলিশ। 

মঙ্গলবার (২৮) রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস এলাকায় কয়েকজন নিয়ে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তখন থেকে তাকে আটক করা হয়।

হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওলাদ হোসেন বলেন, ছাত্রদল নেতা–কর্মীরা বুধবারের অবরোধ কর্মসূচির সমর্থনে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন পুলিশ দেখে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ খোকনকে আটক করে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তবে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনকে ছাত্রলীগ নেতা–কর্মীরা পুলিশে ধরিয়ে দিয়েছে।  

ছাত্রদলের দাবি, মঙ্গলবার রাতে ফজলুর রহমান খোকন হাতিরঝিল এলাকার একটি দোকানে বন্ধুকে নিয়ে চা খাওয়ার সময়ে ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা তাকে হাতিরঝিল থানা-পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত