Ajker Patrika

সাভারে নারী পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারে লতা আক্তার (২০) নামের এক পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সাভারের তেঁতুলঝরা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

লতা আক্তার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দিয়ানগর গ্রামের আবদুস সালামের মেয়ে। তাঁর স্বামী পরিবহন শ্রমিক। তেঁতুলঝরার জনৈক সোলায়মান মেম্বারের বাড়িতে ভাড়া থেকে লতা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

লতার বোনের জামাই সানাউল্লাহ বলেন, ‘আজ (শনিবার) দুপুরে লতার ঘরের ভেতর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সাভার থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।’

সাভার চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বলেন, ‘পেশাগত কারণে লতার স্বামী তিন দিন ধরে বাড়িতে নেই। এই সময়ের তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর শ্বশুর মাসুদুর রহমান জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তদন্ত অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত