Ajker Patrika

মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)। তিনি শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃসদন নামের একটি বাড়ির ৬ তালার ফ্ল্যাটে ডাকাতি করতে ঢুকে জোবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পালাতে না পেরে ফ্ল্যাটের ভেতরেই বসে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। ২০২৩ সালের জানুয়ারিতে মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল করে তদন্তকারী সংস্থা ডিবি। রোববার এই মামলার রায় ঘোষণা করেন আদালত। 

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’ 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত