Ajker Patrika

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২: ১৭
ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে ঘন কুয়াশায় কারণে শনিবার দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন এসব যানবাহনের চালক ও যাত্রীরা। 

বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রাকের চালক ইউসুফ বলেন, ‘রাত ৪টার দিকে ফেরিঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। তখন থেকেই পাড় হওয়ার অপেক্ষায় বসে আছি।’ 

অপর ট্রাকচালক সোহেল রানা বলেন, ‘আমি ঝিনাইদহ থেকে সবজি নিয়ে ঢাকায় যাচ্ছি। রাতে যখন রওনা দেই, তখন থেকেই কুয়াশায় সড়কে কিছু কিছু এলাকা দেখা যাচ্ছিল না। ভোর ৫টার দিকে ঘাটে পৌঁছানোর পর জানতে পারি ফেরি বন্ধ। এখন ফেরি চালুর অপেক্ষায় আছি।’ 

নাসির উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘খুব জরুরি কাজে ঢাকায় যেতে হচ্ছে। সকাল ৭টায় ঘাটে এসে দেখি কুয়াশায় ফেরি চলছে না। এখন সকাল সাড়ে ৯টা বাজে। এতক্ষণে আমার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। অথচ এখনো আমি ঘাটেই বসে আছি।’ 

রাবেয়া পরিবহনের যাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘একে শীত, তার ওপর ফেরি পারের জন‍্য বসে থাকা। কষ্ট তো হয়ই। কিন্তু কী করার আছে বলেন? আমাদের তো একটা পদ্মা সেতু নেই যে ঝড়-বৃষ্টি-কুয়াশায়ও বসে থাকতে হবে না। এসবে অভ্যাস হয়ে গেছে। এখন আর ভোগান্তি মনে হয় না।’ 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে করে শীতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত