শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদ বোনাস ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে আঞ্চলিক এই সড়কে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরসভার কেওয়া নতুনবাজার এলাকায় শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সোলার সিরামিক কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিক নাজমা আক্তার বলেন, ‘কারখানার মালিক গোপনে শ্রমিকদের না জানিয়ে বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বিক্রি করে দিছেন। আজ সকালে কাজে এসে দেখি কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। সামনে ঈদ আমাদের সন্তানদের মুখে একটু খাবার, একটি নতুন জামা কেনার কত ইচ্ছে। এগুলো কে পূরণ করবে? আমাদের সন্তানেরা তো আমাদের পথ চেয়ে থাকে; মা-বাবা কখন নতুন জামাকাপড় নিয়ে আসবে। আমরা কি আর এমনিতেই রাস্তায় এসেছি? এই গরমে আপনি কতক্ষণ থাকতে পারবেন? আমরা পেটের দায়ে এসেছি।’
কারখানার শ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই মাসের বেতন পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে চলে গেছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের জন্য অনেক তারিখ দিয়েছে। সর্বশেষ ঈদের আগে বেতন দিবে বলে জানিয়েছেন। আজ এসে দেখি কারখানা বন্ধ। বাধ্য হয়ে রাস্তায় এসেছি।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় আছি। কারখানা বিক্রি করা মালিকের কাজ। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ২৫ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছে। এই আশ্বাসে শ্রমিকেরা বেলা দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
২ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
৪ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
১২ মিনিট আগে