গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তিনটি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। আজ শুক্রবার উপজেলার এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনা বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন বলছে, এ সময় ৩ হাজার ৫০০টি অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহেল মিয়া। তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের তিনটি অবৈধ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাকি অংশে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’
সরেজমিনে জানা গেছে, আজ শুক্রবার সকাল থেকে উপজেলা তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও সওজ। দুটি বুলডোজার, কয়েকটি ট্রাক ও শতাধিক জনবল নিয়ে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদের খবর পেয়ে অনেক দোকানি দৌড়াদৌড়ি করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আবার কোনো কোনো দোকানি অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান। বন্ধ থাকা দোকানপাটগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া অনেক স্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমসি বাজারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে নয়নপুর ও জৈনা বাজারের বেশিভাগ দোকানি তাড়াহুড়ো করে মালপত্র সরিয়ে নেন। অনেক দোকানি মালামাল সরিয়ে দিয়ে ঢেউটিন বাঁশ কাঠ চৌকি মালামাল রাখেন সড়ক বিভাজনের ওপর।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে গড়ে তোলা হয়েছে নয়নপুর, এমসি ও জৈনা বাজার নামে তিনটি বড় বাজার। এসব বাজারে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার স্থায়ী-অস্থায়ী দোকানপাট। দুপুরের পর থেকে বাজারের অংশে মহাসড়কের লেন দখল করে চলে কেনাবেচা। তাতে ভোগান্তিতে পড়েন মহাসড়কের হাজারো যানবাহনের যাত্রীরা। এ নিয়ে কয়েকদিন আগে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এই উচ্ছেদ অভিযানে নামেন সংশ্লিষ্টরা।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ইয়ামিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শতাধিক জনবল আইনশৃঙ্খলা বাহিনী সদস্য উপজেলা প্রশাসনের কর্মচারী, পল্লী বিদ্যুতের সদস্য, সওজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ তিনটি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাড়ে তিন হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে যাতে মহাসড়কে পাশে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সে জন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তিনটি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। আজ শুক্রবার উপজেলার এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনা বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসন বলছে, এ সময় ৩ হাজার ৫০০টি অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহেল মিয়া। তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের তিনটি অবৈধ বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাকি অংশে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।’
সরেজমিনে জানা গেছে, আজ শুক্রবার সকাল থেকে উপজেলা তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন ও সওজ। দুটি বুলডোজার, কয়েকটি ট্রাক ও শতাধিক জনবল নিয়ে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদের খবর পেয়ে অনেক দোকানি দৌড়াদৌড়ি করে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আবার কোনো কোনো দোকানি অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান। বন্ধ থাকা দোকানপাটগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া অনেক স্থায়ী স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমসি বাজারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে নয়নপুর ও জৈনা বাজারের বেশিভাগ দোকানি তাড়াহুড়ো করে মালপত্র সরিয়ে নেন। অনেক দোকানি মালামাল সরিয়ে দিয়ে ঢেউটিন বাঁশ কাঠ চৌকি মালামাল রাখেন সড়ক বিভাজনের ওপর।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে গড়ে তোলা হয়েছে নয়নপুর, এমসি ও জৈনা বাজার নামে তিনটি বড় বাজার। এসব বাজারে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার স্থায়ী-অস্থায়ী দোকানপাট। দুপুরের পর থেকে বাজারের অংশে মহাসড়কের লেন দখল করে চলে কেনাবেচা। তাতে ভোগান্তিতে পড়েন মহাসড়কের হাজারো যানবাহনের যাত্রীরা। এ নিয়ে কয়েকদিন আগে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এই উচ্ছেদ অভিযানে নামেন সংশ্লিষ্টরা।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ইয়ামিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে শতাধিক জনবল আইনশৃঙ্খলা বাহিনী সদস্য উপজেলা প্রশাসনের কর্মচারী, পল্লী বিদ্যুতের সদস্য, সওজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ তিনটি বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাড়ে তিন হাজার অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে যাতে মহাসড়কে পাশে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সে জন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
খাঁচার ভেতর দুটি ভালুক। একটির শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। পচন ধরে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্নও হয়ে গেছে। একই করুণ দশা ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানার সবগুলো পশু-পাখির। ১২ বছর ধরে অবৈধভাবে চলছিল এই চিড়িয়াখানা। অবশেষে আজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সেখানে
১২ মিনিট আগেনেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে নামাজের অজু করার সময় আনোয়ার নামে এক হাফেজকে কুপিয়ে হত্যা করার দায়ে রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন।
২৩ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বিপুল পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানভর্তি এসব বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেন। জানা গেছে, দুপুরে কলেজে থেকে ত্রিপলে মোড়ানো একটি পিকআপ ভ্যান বের হয়। পরে প্রতিষ্ঠানটির
৩১ মিনিট আগেটাঙ্গাইলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল করোটিয়া সরকারি সাদত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
৩৩ মিনিট আগে