প্রতিনিধি
কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় উদ্বোধনের আগেই নির্মিত ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি তাঁতেরকান্দা ও সনমানিয়া ইউনিয়নের চরণীলক্ষীর মাঝে ঘোরশ্বাব নদীতে নির্মাণকাজ শেষে দশ দিনের মাথায় ব্রিজের সংযোগ ভেঙে যায়।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন কোটি ষাট লাখ টাকা ব্যয়ে ঘোষণায় নদীর পূর্ব পাশে তাঁতেরকান্দায় ব্রিজ নির্মাণ করে। গত রমজানে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই বছরের অধিক সময়ের আগে ব্রিজের কাজ শুরু হয়েছিল। গত কিছুদিন ধরে বৃষ্টির ফলে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসী সবুজ, রাহাত, সুমন অভিযোগ করে বলেন, ব্রিজ নির্মাণের পর আমাদের দুর্ভোগ লাঘব এবং যাতায়াতে সুবিধা হবে আশা করেছিলাম। কিন্তু নিম্ন-মানের কাজ করায় ঝুঁকি বাড়ছে। এই অল্প বৃষ্টিতে দুই পাশের রাস্তা গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন জানান, গত রমজানের ঈদের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করে চলে গেছে ঠিকাদারের লোকজন। ইঞ্জিনিয়ার ঈদের পরের বৃষ্টিতে নষ্ট হওয়া অংশ সঠিকভাবে কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়ে গেছেন।
তাঁরা আরও অভিযোগ করে বলেন, আগলা বালির ওপর ইট বিছিয়ে রাস্তা বানানো হয় তাই বৃষ্টির পানিতে ব্রিজের দুই পাশ ভেঙে গেছে। ব্রিজের উভয় পাশে রাস্তার নিচের ইটের দেয়ালে ফাটল ধরেছে এবং ব্লক সরে গেছে। বর্ষা শুরু হলে দুই পাশে ইট বিছানো অংশ ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদার আব্দুল হামিদ বলেন, ব্রিজের কাজ শেষ হয়নি, বৃষ্টিতে বালি সড়ে গেছে, থানা ইঞ্জিনিয়ার চিঠি দিয়েছে আমরা ঠিক করে দেবো।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহমান মুহিম জানান, গত ১৯ মে সরেজমিন পরিদর্শনে গিয়ে আমার ব্রিজের সংযোগ সড়কে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। পরে ঠিকাদারকে এ বিষয়ে দ্রুত যথাযথভাবে কাজ শেষ করার নির্দেশ দিয়ে চিঠি প্রদান করা হয়েছে।
কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় উদ্বোধনের আগেই নির্মিত ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি তাঁতেরকান্দা ও সনমানিয়া ইউনিয়নের চরণীলক্ষীর মাঝে ঘোরশ্বাব নদীতে নির্মাণকাজ শেষে দশ দিনের মাথায় ব্রিজের সংযোগ ভেঙে যায়।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন কোটি ষাট লাখ টাকা ব্যয়ে ঘোষণায় নদীর পূর্ব পাশে তাঁতেরকান্দায় ব্রিজ নির্মাণ করে। গত রমজানে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই বছরের অধিক সময়ের আগে ব্রিজের কাজ শুরু হয়েছিল। গত কিছুদিন ধরে বৃষ্টির ফলে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
এলাকাবাসী সবুজ, রাহাত, সুমন অভিযোগ করে বলেন, ব্রিজ নির্মাণের পর আমাদের দুর্ভোগ লাঘব এবং যাতায়াতে সুবিধা হবে আশা করেছিলাম। কিন্তু নিম্ন-মানের কাজ করায় ঝুঁকি বাড়ছে। এই অল্প বৃষ্টিতে দুই পাশের রাস্তা গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন জানান, গত রমজানের ঈদের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করে চলে গেছে ঠিকাদারের লোকজন। ইঞ্জিনিয়ার ঈদের পরের বৃষ্টিতে নষ্ট হওয়া অংশ সঠিকভাবে কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়ে গেছেন।
তাঁরা আরও অভিযোগ করে বলেন, আগলা বালির ওপর ইট বিছিয়ে রাস্তা বানানো হয় তাই বৃষ্টির পানিতে ব্রিজের দুই পাশ ভেঙে গেছে। ব্রিজের উভয় পাশে রাস্তার নিচের ইটের দেয়ালে ফাটল ধরেছে এবং ব্লক সরে গেছে। বর্ষা শুরু হলে দুই পাশে ইট বিছানো অংশ ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদার আব্দুল হামিদ বলেন, ব্রিজের কাজ শেষ হয়নি, বৃষ্টিতে বালি সড়ে গেছে, থানা ইঞ্জিনিয়ার চিঠি দিয়েছে আমরা ঠিক করে দেবো।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহমান মুহিম জানান, গত ১৯ মে সরেজমিন পরিদর্শনে গিয়ে আমার ব্রিজের সংযোগ সড়কে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। পরে ঠিকাদারকে এ বিষয়ে দ্রুত যথাযথভাবে কাজ শেষ করার নির্দেশ দিয়ে চিঠি প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
১ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
১ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে