Ajker Patrika

মির্জাপুরে ২ দিনে বিষাক্ত সাপের ছোবলে ২ গৃহবধূর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১৫: ৫৫
মির্জাপুরে ২ দিনে বিষাক্ত সাপের ছোবলে ২ গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বিষাক্ত সাপের ছোবলে দুই দিনে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূরা হলেন ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) এবং থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাতে রুলিয়া বেগম সোফায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। স্থানীয় এক ওঝা ঝাড়ফুঁক দিলেও বিষে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগের দিন মঙ্গলবার বিকেলে আরিফা বাড়ির কাঁঠালগাছের নিচে বসে বাচ্চাকে ডিম খাওয়াচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। অচেতন অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত