Ajker Patrika

নারকেলগাছের চাপায় এনজিও কর্মীর মৃত্যু

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৫: ৪৫
নারকেলগাছের চাপায় এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় নারকেলগাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাথী দত্ত পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তিনি এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ফিল্ড কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বাবার বাড়ি ফরিদপুর শহরের শ্রী-অঙ্গন এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাথী প্রতিদিনের মতো কিস্তি আদায় করতে ওই বাড়িতে যান। হঠাৎ উঠানের পাশে থাকা একটি নারকেলগাছ আচমকা তাঁর মাথার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।’ 

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাথীর মরদেহ উদ্ধার করি। যেহেতু এটা একটি দুর্ঘটনা, তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত