কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. শফিউদ্দিন ফকির (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষ আমির হোসেন ফকির (৩৫) ও তাঁর লোকজন মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুজুর্গোকোনা বাজারে এ ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুজুর্গোকোনা গ্রামের মৃত নেছারউদ্দিন ফকিরের ছেলে ও সাবেক সেনাসদস্য।
অভিযুক্ত আমির হোসেন ফকির একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে আমির হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় বুজুর্গোকোনা বাজারে বসে আমির হোসেন ফকির তাঁর লোকজন নিয়ে শফিউদ্দিন ফকিরকে মারধর করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি ওষুধ কেনার জন্য বুজুর্গোকোনা বাজারে গেলে আমির হোসেন ফকির আমাকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় আমি প্রতিবাদ করলে আমির হোসেন ফকিরের নির্দেশে ইজাবুল ফকির ও মকবুল ফকির আমাকে মারধর করেন।’
অভিযোগের বিষয়ে আমির হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই ইজাবুল ফকির ও মকবুল ফকির বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরকে মারধর করেছেন। ওই সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’
ইজাবুল ফকির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার চাচা হন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর সঙ্গে আমাদের একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। তাঁকে আমরা মারধর করিনি।’
কোটালীপাড়া থানার এসআই আব্দুল রাজ্জাক খান বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির মারধরের অভিযোগ এনে নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. শফিউদ্দিন ফকির (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষ আমির হোসেন ফকির (৩৫) ও তাঁর লোকজন মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুজুর্গোকোনা বাজারে এ ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুজুর্গোকোনা গ্রামের মৃত নেছারউদ্দিন ফকিরের ছেলে ও সাবেক সেনাসদস্য।
অভিযুক্ত আমির হোসেন ফকির একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে আমির হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় বুজুর্গোকোনা বাজারে বসে আমির হোসেন ফকির তাঁর লোকজন নিয়ে শফিউদ্দিন ফকিরকে মারধর করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি ওষুধ কেনার জন্য বুজুর্গোকোনা বাজারে গেলে আমির হোসেন ফকির আমাকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় আমি প্রতিবাদ করলে আমির হোসেন ফকিরের নির্দেশে ইজাবুল ফকির ও মকবুল ফকির আমাকে মারধর করেন।’
অভিযোগের বিষয়ে আমির হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই ইজাবুল ফকির ও মকবুল ফকির বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরকে মারধর করেছেন। ওই সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’
ইজাবুল ফকির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার চাচা হন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর সঙ্গে আমাদের একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। তাঁকে আমরা মারধর করিনি।’
কোটালীপাড়া থানার এসআই আব্দুল রাজ্জাক খান বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির মারধরের অভিযোগ এনে নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
২৭ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
৪০ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে