Ajker Patrika

বাড়িতে একা পেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, এক ব্যক্তি গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৮
বাড়িতে একা পেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, এক ব্যক্তি গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় বাড়িতে একা পেয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী (৪১) নারীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। গতকাল বিকেলে উপজেলায় হাইরমারা বীরকান্দি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার উপপরিদর্শক রাতুল হাসান। তিনি বলেন, ‘এই ঘটনায় মামলা হওয়ার পর সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাই।’ 

রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার সোলায়মান মিয়া ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক। 

পুলিশ ও বুদ্ধিপ্রতিবন্ধী নারীর স্বজনেরা জানান, সোলাইমান ওই নারীর আত্মীয় হন। এই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর কোনো একদিন বাড়িতে ওই নারীকে একা পেয়ে কৌশলে ধর্ষণ করেন। গত ২৭ ডিসেম্বর অসুস্থ হলে স্বজনেরা ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করে গর্ভবতী হওয়ার কথা নিশ্চিত হন স্বজনেরা। পরে ওই নারীকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিন মাস আগে সোলাইমান মিয়া ধর্ষণ করেছেন বলে তিনি স্বজনদের জানান। 

ভুক্তভোগীর মামা জানান, বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ওই নারী। সোলাইমান আত্মীয় হওয়ায় মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তিন মাস আগে ফাঁকা বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন সোলাইমান। 

গতকাল বুধবার থানায় মামলা করার পর সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত