Ajker Patrika

ভোট দেওয়া নিয়ে স্কুলশিক্ষকের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১৭: ০৯
ভোট দেওয়া নিয়ে স্কুলশিক্ষকের ওপর হামলা, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ৯টার দিকে স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শুক্রবার ভুক্তভোগী ওই শিক্ষক পাঁচজনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।

স্কুলের প্রধান শিক্ষক এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার সভাপতি নির্বাচন করার জন্য দিন ধার্য ছিল। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন প্রার্থী হন। অপরদিকে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বাবা মো. ফজলুর রহমানও প্রার্থী হন। নির্বাচনে সভাপতি পদে মো. আফাজ উদ্দিন পান ৫ ভোট ও মো. ফজলুর রহমান পান ৩ ভোট। এতে পরাজিত হয়ে বিএনপির প্রার্থী চেয়ারম্যানের বাবা ফজলুর রহমান আমার শিক্ষকের ওপর হামলা চালান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মামলার বাদী আনোয়ার হোসেন বলেন, ‘চেয়ারম্যানের বাবা ফজলুর রহমানকে সভাপতি পদে ভোট না দেওয়ার অভিযোগ তুলে জিয়াউর রহমান জিয়া তাঁর দলবল নিয়ে ভোটের দিন বেলা সাড়ে ৩টার দিকে আমার ওপর হামলা চালান। পরদিন শুক্রবার চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, তাঁর বাবা মো. ফজলুর রহমান, আলাউদ্দিন, শামীম হোসেন ও আফজাল হোসেনকে আসামি করে আমি থানায় মামলা দায়ের করেছি।’ 

নির্বাচিত সভাপতি মো. আফাজ উদ্দিন বলেন, ‘আমি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছি। পরাজিত প্রার্থীর ছেলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া তাঁর দলবল নিয়ে আনোয়ার হোসেন মাস্টারের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’ 

ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টারকে হারিয়ে ফুকুরহাটী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর থেকে আমার বিরুদ্ধে একটি মহল যড়যন্ত্র করছে। বিভিন্ন সময় আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি নোংরা রাজনীতির শিকার।’ 

সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছানিহুর আক্তার বলেন, ‘আমার শিক্ষকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’ 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হামলার বিষয়ে চেয়ারম্যানসহ ৫ জনকে আসামি করে জান্না উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত