সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সিআইখোলা এলাকার লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. আরিফ (২৮)। তিনি কুমিল্লার হোমনার গোয়ারী ভাঙ্গা এলাকার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
বিষয়টি আজ রাতে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
নিহত আরিফের মামা বাবুল মিয়া বলেন, ‘আরিফ সঙ্গে সর্বশেষ গতকাল রাতে কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেও বাসায় ফেরেনি আরিফ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আজ বিকেলে এলাকাবাসীর মাধ্যমে শুনতে পাই লেকে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ভাগনের মরদেহ।’
বাবুল মিয়া বলেন, ‘আরিফের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে চাইলেও পানিতে ডুবে সে কখনোই আত্মহত্যা করবে না। কারণ সে সাঁতার জানত। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে এসেছি।’
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, তাঁর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে তাঁর পিঠে, পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষ করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সিআইখোলা এলাকার লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. আরিফ (২৮)। তিনি কুমিল্লার হোমনার গোয়ারী ভাঙ্গা এলাকার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
বিষয়টি আজ রাতে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
নিহত আরিফের মামা বাবুল মিয়া বলেন, ‘আরিফ সঙ্গে সর্বশেষ গতকাল রাতে কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেও বাসায় ফেরেনি আরিফ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আজ বিকেলে এলাকাবাসীর মাধ্যমে শুনতে পাই লেকে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ভাগনের মরদেহ।’
বাবুল মিয়া বলেন, ‘আরিফের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে চাইলেও পানিতে ডুবে সে কখনোই আত্মহত্যা করবে না। কারণ সে সাঁতার জানত। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে এসেছি।’
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, তাঁর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে তাঁর পিঠে, পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষ করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেশ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ধারালো অস্ত্র হাতে প্রাইভেট গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার বেলা ২টা পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে তিনটি ধারালো ছেনদা জব্দ করে
১৩ মিনিট আগেকক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে আলী আকবর (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্
২৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মো. আব্দুল করিম। তিনি খুবির প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজের (এমডিপিএস) ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আজ বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে
৩২ মিনিট আগে