নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সন্ধ্যা হতেই ছায়ানট প্রাঙ্গণে কী এক আশ্চর্য শূন্যতা। ভর করেছে নিস্তব্ধতা। লোকারণ্য ছায়ানটে যেন ঠিক প্রাণ নেই। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল, ‘তোমায় নতুন করে পাব ব’লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন।’
আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বাঙালি সংস্কৃতি বিকাশের অন্যতম পুরোধা, বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুনের প্রয়াণের মাসপূর্তিতে তাঁর স্মরণে ছায়ানট আয়োজন করেছে ‘তোমায় নতুন করে পাব ব’লে’। নালন্দা উচ্চবিদ্যালয়, কণ্ঠশীলন ও ব্রতচারী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।
ছায়ানটের ট্রাস্টি ও নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী সন্জীদা খাতুনের বর্ণাঢ্য জীবন ও কর্মকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ দেশের মৃত সংস্কৃতিকে এক নতুন সঞ্জীবনী সুধা দিয়ে গেছেন সন্জীদা খাতুন। তিনি দেশের ক্রান্তিলগ্নে ধ্বংসস্তূপ থেকে সংস্কৃতিকে তুলে ধরেছিলেন।
ছায়ানটের উপদেষ্টা মফিদুল হক বলেন, ‘তিনি (সন্জীদা খাতুন) কী দারুণভাবে কঠোর পরিশ্রম করে আমাদের সংস্কৃতির জন্য কাজ করে গেছেন। আমাদের বুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে কাজ করে গেছেন।
ডা. সারওয়ার আলী বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও বাধাবিপত্তির পথ পেরিয়ে ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভূমিকা রেখেছেন। এর ২০ বছর পরই ১৯৮১ সালে সারা দেশে রবীন্দ্র পরিষদ গঠন করেন। এসব বলা যত সহজ, কাজগুলো তত সহজ নয়। তিনি চিন্তা ও মননে সংস্কৃতিকে ধারণ করতেন।’
এদিন সন্ধ্যায় জয়ন্ত রায়ের সঞ্চালনায় সন্জীদা খাতুনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন গুণীজন। সন্জীদা খাতুনের প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সুমনা বিশ্বাস।
অনুষ্ঠানে আলোচনা শেষে সন্জীদা খাতুনের গান আর্কাইভ থেকে দেখানো হয়। পরে অনুষ্ঠানস্থলে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ইফফাত আরা দেওয়ান, শারমিন সাথী ইসলাম ময়না, প্রমীলা ভট্টাচার্য্য, এ টি এম জাহাঙ্গীর প্রমুখ।
সন্ধ্যা হতেই ছায়ানট প্রাঙ্গণে কী এক আশ্চর্য শূন্যতা। ভর করেছে নিস্তব্ধতা। লোকারণ্য ছায়ানটে যেন ঠিক প্রাণ নেই। সেই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল, ‘তোমায় নতুন করে পাব ব’লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন।’
আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বাঙালি সংস্কৃতি বিকাশের অন্যতম পুরোধা, বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুনের প্রয়াণের মাসপূর্তিতে তাঁর স্মরণে ছায়ানট আয়োজন করেছে ‘তোমায় নতুন করে পাব ব’লে’। নালন্দা উচ্চবিদ্যালয়, কণ্ঠশীলন ও ব্রতচারী অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।
ছায়ানটের ট্রাস্টি ও নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী সন্জীদা খাতুনের বর্ণাঢ্য জীবন ও কর্মকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এ দেশের মৃত সংস্কৃতিকে এক নতুন সঞ্জীবনী সুধা দিয়ে গেছেন সন্জীদা খাতুন। তিনি দেশের ক্রান্তিলগ্নে ধ্বংসস্তূপ থেকে সংস্কৃতিকে তুলে ধরেছিলেন।
ছায়ানটের উপদেষ্টা মফিদুল হক বলেন, ‘তিনি (সন্জীদা খাতুন) কী দারুণভাবে কঠোর পরিশ্রম করে আমাদের সংস্কৃতির জন্য কাজ করে গেছেন। আমাদের বুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে কাজ করে গেছেন।
ডা. সারওয়ার আলী বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও বাধাবিপত্তির পথ পেরিয়ে ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদ্যাপনে ভূমিকা রেখেছেন। এর ২০ বছর পরই ১৯৮১ সালে সারা দেশে রবীন্দ্র পরিষদ গঠন করেন। এসব বলা যত সহজ, কাজগুলো তত সহজ নয়। তিনি চিন্তা ও মননে সংস্কৃতিকে ধারণ করতেন।’
এদিন সন্ধ্যায় জয়ন্ত রায়ের সঞ্চালনায় সন্জীদা খাতুনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশের বিভিন্ন গুণীজন। সন্জীদা খাতুনের প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, সুমনা বিশ্বাস।
অনুষ্ঠানে আলোচনা শেষে সন্জীদা খাতুনের গান আর্কাইভ থেকে দেখানো হয়। পরে অনুষ্ঠানস্থলে সংগীত পরিবেশন করেন খায়রুল আনাম শাকিল, ইফফাত আরা দেওয়ান, শারমিন সাথী ইসলাম ময়না, প্রমীলা ভট্টাচার্য্য, এ টি এম জাহাঙ্গীর প্রমুখ।
উজান থেকে নেমে আসা ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। সোমবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক শূন্য ৭ মিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
১ সেকেন্ড আগেস্থানীয় বিএনপি নেতা ফরিদ খাঁ বলেন, ‘৫ আগস্ট ৩টার দিকে আনন্দ মিছিল থেকে ফেরার সময় ওয়াজেদ ও তার লোকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এখন তারাই “জুলাই যোদ্ধা” হয়ে গেছে।’
৫ মিনিট আগেঝিনাইদহ সদর খাদ্যগুদাম থেকে দুই সপ্তাহ আগে ৩০০ টন গমের চাহিদা দেওয়া হয়। চাহিদার বিপরীতে গত বৃহস্পতিবার আটটি ট্রাকে ৬৪ টন গম আসে। বাহকদের কাছ থেকে বুঝে নেওয়ার সময় দেখা যায় গমগুলো ছত্রাক ধরা ও নিম্নমানের। তখন আনলোড না করে এই গম খুলনাতে ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করি।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
১ ঘণ্টা আগে