Ajker Patrika

নারায়ণগঞ্জে পুকুর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামের এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বস্তল এলাকার সিটি লুব অয়েল (মবিল) কারখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ ব্রাহ্মণবাড়িয়া সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব অয়েল কারখানার নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সিটি লুব অয়েল কারখানার অন্য নিরাপত্তাকর্মীরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশের পুকুর থেকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত