Ajker Patrika

রাজধানীর ভাটারায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৪

ঢামেক প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৪: ১৯
রাজধানীর ভাটারায় রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৪

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে নারীসহ চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার ‘ক্যাফে ফোর স্টার’ নামে রেস্টুরেন্টে এই আগুনের ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারেক (৩৯), তাঁর সহকারী মো. হারিস (২৬), কর্মচারী খাদিজা বেগম (৪৫) ও রহিমা বেগম (৩৫)। 

দগ্ধদের সহকর্মী বাবলু হাওলাদার জানান, রাত থেকেই তারা রেস্টুরেন্টে বিরিয়ানি রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে সিলিন্ডারের গ্যাসলাইন মেরামতের কাজ করছিলেন। তখনই গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। তখন চুলার পাশে থাকা বাবুর্চি, তাঁর সহকারী ও দুই নারী কর্মচারী দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, হারিসের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তরিকুলের বাঁ হাত, বাঁ পায়ের কিছু অংশ এবং আরও দুই নারীর হাত সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের অবজারভেশন রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত