নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে। তবে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে হাইকোর্টে যেতে বলেছেন আপিল বিভাগ।
চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের করা আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোর্শেদ ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।
আর চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মেহেদী হাছান চৌধুরী।
ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুরুতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের পুরো শেয়ার ছিল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের। পরে এই প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডসহ দুটি কোম্পানির কাছে বিক্রি করা হয়। তবে তারা আরও শেয়ার নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে আরবিট্রেশন মামলা করা হয়। তাতে হাইকোর্ট শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা জারি করেন।
পরে এর বিরুদ্ধে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেড চেম্বার আদালতে আবেদন করলে তা নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ২০১১ সালে প্রথম ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত অর্থের অভাবে তারা কাজ শুরুই করতে পারেনি। ২০১৯ সালে চায়নার দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে তাদের মাধ্যমে চায়না এক্সিম ব্য্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে।
প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৭১ শতাংশ। আর মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। বর্তমানে আইটিডির আর্থিক সমস্যার কারনে ঋণের কিস্তি পরিশোধ করতে না পরায় প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তিনি।
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (আইটিডি) এর শেয়ার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে। তবে আরবিট্রেশন দরখাস্তটি নিষ্পত্তি করতে উভপক্ষকে হাইকোর্টে যেতে বলেছেন আপিল বিভাগ।
চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের করা আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোর্শেদ ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।
আর চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মেহেদী হাছান চৌধুরী।
ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক আজকের পত্রিকাকে বলেন, শুরুতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের পুরো শেয়ার ছিল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের। পরে এই প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেডসহ দুটি কোম্পানির কাছে বিক্রি করা হয়। তবে তারা আরও শেয়ার নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে গত ২৯ জানুয়ারি হাইকোর্টে আরবিট্রেশন মামলা করা হয়। তাতে হাইকোর্ট শেয়ার হস্তান্তরের ওপর স্থিতাবস্থা জারি করেন।
পরে এর বিরুদ্ধে চায়না সংডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেশন গ্রুপ লিমিটেড চেম্বার আদালতে আবেদন করলে তা নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নে ২০১১ সালে প্রথম ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত অর্থের অভাবে তারা কাজ শুরুই করতে পারেনি। ২০১৯ সালে চায়নার দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে তাদের মাধ্যমে চায়না এক্সিম ব্য্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে।
প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৭১ শতাংশ। আর মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। বর্তমানে আইটিডির আর্থিক সমস্যার কারনে ঋণের কিস্তি পরিশোধ করতে না পরায় প্রকল্প অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
১ ঘণ্টা আগেনওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
১ ঘণ্টা আগেউত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
১ ঘণ্টা আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১ ঘণ্টা আগে