Ajker Patrika

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৩: ৫৭
টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন 

টাঙ্গাইলের গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে বক্তব্য দেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। 

তারেক হাসান ও শামসুল হকসহ অনেকে বলেন, ‘স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে টাঙ্গাইলের গালা গ্রামে তিন-চারজন মুক্তিযোদ্ধা ছিলেন। বিগত সরকারের আমলে অনৈতিক পথ বেয়ে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি তদন্ত সাপেক্ষে দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’ 

মানববন্ধন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত