Ajker Patrika

শিবচরে পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় ৬ ড্রেজার জব্দ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু লুট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ছয়টি খননযন্ত্র (ড্রেজার) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চরজানাজাত, কাঁঠালবাড়ি এলাকা-সংলগ্ন পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। দিনরাত পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ছয়টি ড্রেজার শিবচর অংশে থাকায় জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ‘আমরা অভিযান চালিয়ে ছয়টি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত