Ajker Patrika

শেষ মুহূর্তে ভূমিহীন সনদ পেলেও পুলিশে চাকরিটা পেলেন না হাসান

অরূপ রায়, সাভার (ঢাকা)
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭: ৫০
শেষ মুহূর্তে ভূমিহীন সনদ পেলেও পুলিশে চাকরিটা পেলেন না হাসান

জমি না থাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরির সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছিলেন না বরিশাল জেলার হিজলার আছপিয়া ইসলাম। পরে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে সারা দেশে আলোচনার ঝড় বয়ে যায়। হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী নিজে। চাকরির পাশাপাশি জমি ও বাড়ি করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

এবার একই কারণে চাকরি পেয়েও হারালেন সাভারের হাসান সিদ্দিকী। ধর্মান্তরিত হওয়ায় তাঁর বাবা ওমর সিদ্দিকী স্থাবর সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর নিজের বাড়িও নেই। সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করার পর পরীক্ষার সব ধাপ উতরে গেলেও শেষ মুহূর্তে বাদ পড়লেন হাসান। 

বড় ছেলে হিসেবে ভূমিহীন বাবার পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন হাসান সিদ্দিকী। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না! কনস্টেবল পদে চাকরিতে আবেদনের বয়সও শেষ।

হাসান সিদ্দিকী বলেন, সাভার মডেল কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করেছেন তিনি। এ বছর ঢাকা জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করে জেলা পুলিশ লাইনে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ১১৫ তম হন তিনি। পরে দুই দফায় স্বাস্থ্য পরীক্ষাও উতরে যান। চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ যাচাই (ভেরিফিকেশন) হয়। এতে আটকে যান হাসান সিদ্দিকী। বয়সের কারণে তাঁর পুনরায় আবেদন করারও সুযোগ নেই। 

হাসান সিদ্দিকী অভিযোগ করেন, পুলিশে চাকরি পেতে নিজেদের জমিসহ ঘর থাকতে হবে। জমিসহ ঘর না থাকলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দেওয়া ভূমিহীন প্রত্যয়নপত্র থাকলেই হয়। পুলিশ যাচাইয়ের সময় এক গোয়েন্দা কর্মকর্তা মাসখানেক আগে তাঁকে এসব জানিয়েছিলেন। এরপর থেকে তিনি ভূমিহীন প্রত্যয়নপত্রের জন্য সাভারের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু ওই কর্মকর্তা তাঁকে প্রত্যয়নপত্র দেননি। এর মধ্যে গত মঙ্গলবার চাকরির জন্য মনোনীতদের ঢাকার পুলিশ লাইনে ডাকা হয়। তাঁকে ডাকা না হলেও অন্যদের সঙ্গে তিনি পুলিশ লাইনে গিয়ে জানতে পারেন জমিসহ ঘর না থাকায় পুলিশ যাচাইয়ে (ভেরিফিকেশন) তাঁর চাকরি আটকে গেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার রাতে তিনি ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র পান। কিন্তু এর কয়েক ঘণ্টা আগেই নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। 

হাসান সিদ্দিকীর বাবা ওমর সিদ্দিকীর জন্ম সাভার পৌর এলাকার আড়াপাড়ায় একটি হিন্দু পরিবারে। ২০০২ সালে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন হাসান ছিলেন এক বছরের শিশু। ধর্মান্তরিত হওয়ায় তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বঞ্চিত করা হয় বাবার স্থাবর সম্পত্তির অধিকার থেকে। এর পর থেকে ওমর সিদ্দিকী স্ত্রী-সন্তানদের নিয়ে সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করছেন। 

ওমর সিদ্দিকী বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত চিত্রগ্রাহক। যে বেতন পান তাতে চার সদস্যের পরিবারকে অনেক কষ্ট করে চলতে হয়। এর মধ্যেও তাঁর দুই ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। বড় ছেলে হাসান সিদ্দিকী ধামরাই সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ছোট ছেলে এবার অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়েছে। 

ওমর সিদ্দিকী বলেন, ‘পরিবারের অভাব ঘোচাতেই তাঁর ছেলে চাকরি নেওয়ার চেষ্টা করে আসছিল। চাকরির পাশাপাশি  তাঁর পড়ালেখা চালিয়ে যাওয়ারও ইচ্ছা ছিল।’ 

এ ব্যাপারে ইউএনও মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ‘ভূমিহীন প্রত্যয়নপত্র যে কোনো জনপ্রতিনিধির দেওয়ার কথা। এর জন্য সহকারী কমিশনারের (ভূমি) অফিসে আসার কথা নয়। তাছাড়া আইন অনুযায়ী তিনি প্রত্যয়নপত্র দিতে পারেনও না। যদি কোনো কর্তৃপক্ষ কারও বিষয়ে লিখিতভাবে জানতে চায় যে, তাঁর কোনো খতিয়ান বা জমি আছে কি-না, তাহলে আমরা কর্তৃপক্ষকে সেটি জানাব। এরপরও মানবিক বিবেচনায় সহকারী কমিশনারকে আমি বলেছিলাম। তিনি তখন সরকারি কাজে ঢাকায় ছিলেন। ফিরতে ফিরতে রাত ১২টা বেজে গেছে। পরে সনদ দিয়েছেন।’ 

আর আবেদনকারী কেউ ভূমিহীন হলে চাকরির জন্য সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যয়নপত্র লাগবে নিয়োগ বিজ্ঞপ্তিতে ছিল কিনা তা দেখা দরকার বলেও উল্লেখ করেন ইউএনও। 

হাসানের চাকরি পাওয়ার আর কোনো সুযোগ আছে কি-না জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘ঢাকা জেলা থেকে পুলিশের কনস্টেবল পদে মনোনীত সবাইকে প্রশিক্ষণের জন্য গত বৃহস্পতিবার বিকেলে সারদা পুলিশ একাডেমিতে পাঠানো হয়েছে। ওই সময়ের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ভূমিহীনের প্রত্যয়নপত্র নিয়ে যোগাযোগ করা হলে হাসান সিদ্দিকীকেও প্রশিক্ষণে পাঠানো সম্ভব হতো। এখন আর তাঁকে প্রশিক্ষণে পাঠানোর কোনো সুযোগ নেই।’ 

তবে তিনি আশা দিয়েছেন এসপি মারুফ হোসেন। তিনি বলেছেন, তাঁর মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর যদি হাসান একটি চিঠি লেখেন তাহলে হয়তো আইজিপি বিবেচনা করতে পারেন। 

এর আগে একইভাবে পুলিশ কনস্টেবল পদে সব ধাপে কৃতকার্য হয়েও জমি না থাকায় বরিশালের আছপিয়া ইসলাম, বরগুনার সজল ও খুলনার মিমকে প্রশিক্ষণে ডাকা হয়নি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরবর্তীতে তাঁদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাংবাদিক পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে খুলশীতে সাংবাদিক পরিচয়ে একটি ফ্ল্যাটে ঢুকে ডাকাতি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের কোতোয়ালি, বায়েজিদ ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মো. মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির রকি (২২), রুবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান বলেন, ১০ অক্টোবর দুপুর সোয়া ১২টায় সাংবাদিক পরিচয় দিয়ে ১০ থেকে ১২ জন খুলশী আবাসিকে একটি চতুর্থ তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর ওই বাসায় থাকা তিনজন নারীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে। তাঁরা বাসার সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন ও ভবনের নিচে পার্কিংয়ে রাখা একটি প্রাইভেট কারও নিয়ে যায়। এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি মামলা হয়। গোয়েন্দা পুলিশ ঘটনাটির ছায়া তদন্তে নেমে অভিযান চালিয়ে প্রথমে সাহেদ নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যে বৃহস্পতিবার বাকিদের গ্রেপ্তার করা হয়। এ সময় পতেঙ্গা এলাকার একটি গ্যারেজ থেকে লুট করা প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত ব্যক্তিরা হলেন মর্জিনা বেগম (২৪) ও তাঁর মেয়ে ময়না (৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মর্জিনা বিরই গ্রামের সৌদিপ্রবাসী শাহীনের স্ত্রী। ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন মর্জিনা। স্ত্রীর চিকিৎসার জন্য শাহীন আড়াই মাস আগে দেশে ফেরেন। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলেন তিনি। গতকাল বিকেলে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ পান। বেশ কিছু সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে পাশের রুমের ওপর দিয়ে স্ত্রী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পাগলা থানা-পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থলে এসে ঘরে দরজা ভেঙে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, ‘এই দম্পতির পারিবারিক কোনো সমস্যার কথা শুনি নাই। তবে কয়েক মাস ধরে মর্জিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তাঁর স্বামী প্রায়ই বলতেন।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চুরি ঠেকাতে রাতে চাতাল পাহারা, ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে রাতে নিজের চাতালে পাহারা দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক প্রবীণ ব্যবসায়ীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতালে আজ শুক্রবার ভোরে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম খায়রুল ইসলাম (৭২)। তিনি ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি চাতালটি ভাড়া নিয়ে ভুট্টা ও ধানের ব্যবসা করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি গোডাউন থেকে নিয়মিতভাবে ভুট্টা ও ধানের বস্তা চুরি হচ্ছিল। এতে অতিষ্ঠ হয়ে খাইরুল ইসলাম নিজেই চোর ধরার জন্য রাত্রিকালীন পাহারাদারের কাজ শুরু করেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি চাতালে আসেন।

আজ ভোর ৩টা নাগাদ কাদের চাতালের দায়িত্বে থাকা নাইট গার্ড চাতালে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে অন্যান্য নাইট গার্ডকে খবর দেন। খবর পেয়ে খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাঁকে শনাক্ত করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মৃত ব্যবসায়ীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, খাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁদের ধারণা, চাতালে অবস্থান করার সময় তিনি স্ট্রোক অথবা সুগার (ডায়াবেটিস) কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।

রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, খাইরুল ইসলাম সাবেক সুগার মিলে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন। অবসরের পর তিনি সিজনভিত্তিক ধান, গম ও ভুট্টার ব্যবসা করতেন। চেয়ারম্যান নিশ্চিত করেন, তিনি ডায়াবেটিস, হার্টের রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক এমদাদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে কোনো রকম আঘাত বা অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলো মো. শহিদুল ইসলাম (৪০) ও তাঁর ছেলে মো. শিয়াব মিয়া (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম। মৃত ব্যক্তিদের স্বজনদের বরাতে তিনি বলেন, ধানখেতে পানি দেওয়ার জন্য সকাল ১০টার দিকে বিদ্যুৎ-চালিত সেচযন্ত্র নিয়ে পুকুরপাড়ে যায় বাবা ও ছেলে। ঘণ্টাখানেক পরে শিয়াবের মা ওই পুকুরপাড়ে যান। তিনি সেখানে ছেলের লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে শিয়াবের লাশ বাড়িতে নেন। এর কিছুক্ষণ পরে শহিদুল ইসলামের খোঁজে পুকুরপাড়ে আবারও যান তাঁর স্বজনেরা। তখন তাঁর লাশও পুকুরে পাওয়া যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিদ্যুৎচালিত সেচপাম্পে বিদ্যুতায়িত বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত