Ajker Patrika

নগরভবনের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ২৮
নগরভবনের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

রাজধানীর গুলশানে ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের অষ্টম তলায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অষ্টম তলায় অবস্থিত ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজার অফিস কক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনার তদন্তে ৯ সদস্যদের কমিটি করেছে সিটি করপোরেশন। 

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত অষ্টম তলা ব্যতীত অন্য ফ্লোরে দাপ্তরিক কাজ চলছে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ষষ্ঠ তলায় তার দাপ্তরিক কাজ পরিচালনা করেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত