Ajker Patrika

নারীর অধিকার প্রতিষ্ঠায় কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি: বিএনপিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১১
Thumbnail image

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নারীর অধিকার প্রতিষ্ঠায় কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি বলে উল্লেখ করেছে। এ বিষয়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী ‘জাতীয় এসআরএইচআর কনফারেন্স ও যুব সম্মেলন-২৩’ এর শেষদিনে বিএনপিএস এমনটি জানায়। এ সময় ঘোষণাপত্র পাঠ করেন বিএনপিএসের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদার।

১৭ দফা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন। এতে কারিগরি সহায়তা করে লৈঙ্গিক সমতার সংগঠন সিমাভি বাংলাদেশ ও আর্থিক সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন।    

ঘোষণাপত্রে বলা হয়, সকল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিক বান্ধব টয়লেট স্থাপন ও মাসিক বান্ধব টয়লেটে প্রয়োজনীয় সামগ্রী সরকারিভাবে সরবরাহ করতে হবে। মাসিক বান্ধব টয়লেট উন্নয়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। 

কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মনোসামাজিক সেবার জন্য সেবাকেন্দ্রে বিশেষায়িত জনবল বা মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে। প্রত্যন্ত এলাকাসমূহের বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্যানিটারি প্যাড বিতরণের ব্যবস্থা করতে হবে। লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

আরও বলা হয়, দুর্গম এলাকার মধ্যে ও ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্গম এলাকায় স্যাটেলাইট ক্লিনিক ও মোবাইল মেডিকেল টিমের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করতে হবে। এ জন্য বিশেষায়িত বাজেট বরাদ্দ রাখতে হবে। দুর্গম এলাকায় শিশুদের টিকা কার্যক্রমের পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য ও মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সেবা পৌঁছে দিতে হবে। 

স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে। স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে এলাকাভিত্তিক সেবাগ্রহীতাদের সুবিধাজনক সময় বিবেচনা করে সপ্তাহের কোনো একদিন (ছুটির দিন) সেবাদানের ব্যবস্থা করতে হবে। দুর্গম এলাকাসমূহে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কমিউনিটি ক্লিনিক থেকে উন্নত চিকিৎসার জন্য রেফারেল সিস্টেমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রথাগত নেতাদের (কারবারি ও হেডম্যান) রেফার করার ক্ষমতা দিতে হবে। 

ঘোষণাপত্রে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে বয়ঃসন্ধিকাল, মাসিক, যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার বিষয়ক সঠিক ও উপযোগী তথ্যের ঘাটতি দূর করতে হবে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বয়ঃসন্ধিকাল, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে পাঠদান নিশ্চিত করতে হবে। 

মাসিকের সঙ্গে হরমোন পরিবর্তন ও পরিপাক প্রক্রিয়ার (মেটাবলিজম) সম্পর্ক এবং নারীর সার্বিক স্বাস্থ্যের ও মাসিকের অব্যবস্থাপনার প্রভাব বিষয়ে সকল বয়সের মানুষকে সচেতন করার ব্যবস্থা নেওয়া ও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলাসহ পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। 

সম্মেলনে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, ঢাকার আলিয়ঁস ফ্রাঁসেসের পরিচালক ফ্রাঁসোয়া গ্রেসজিন, বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর এবং হিল ফ্লাওয়ারের নির্বাহী পরিচালক ডা. নিলো কুমার তঞ্চঙ্গা। 

এর আগে গতকাল সোমবার ‘যুব ও কিশোর কিশোরীদের জন্য নিশ্চিত হোক যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’—স্লোগানকে সামনে রেখে এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপিএসের চেয়ারপারসন শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী। 

সম্মেলনে কৈশোর ও যুব বান্ধব স্বাস্থ্যসেবা, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা, স্কুলে কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, নারীর প্রতি নিকটজনদের দ্বারা সহিংসতা ও পার্বত্য চট্টগ্রামে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। 

এ ছাড়া ‘জলবায়ু পরিবর্তন: পার্বত্য চট্টগ্রামের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অধিবেশনে উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা সংস্থা, সরকারি বিভিন্ন বিভাগ ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রামের কিশোরী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ও তাদের মতামত তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত