ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে একরাতে কৃষকের পাঁচটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশুন্ডা গ্রামের মো. কামাল, কনক সরকার, পার্শ্ববর্তী চরবিনোড়া গ্রামের স্বপন সরকার, সান্তি বিশ্বাস, অজিত মাস্টার এবং আশাপুর গ্রামের হাতেম আলীর সেচ যন্ত্র চুরি হয়। এমনিতেই গত কয়েক দিন ধরে তীব্র তাবদাহ আর খরায় ধান খেতের মাটি ফেটে যাচ্ছে। সেচ যন্ত্র চুরির ঘটনায় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক কনক সরকার বলেন, ‘এখন ধান ফুলে বের হয়েছে। প্রচণ্ড তাপ আর খরায় এমনিতেই বোরো ধানে পানি থাকছে না। এরই মধ্যে সেচ মেশিন চুরি হয়ে গেল। এখন কি করে বোরো ধানে পানি দিব। ধান খেত ফেটে যাচ্ছে।’
কৃষক অজিত বলেন, ‘প্রতিদিনের মতো সকালে বোরো ধানে পানি দিতে যাই। সে সময় দেখতে পাই, আমার সেচ মেশিন নেই। এর কিছুক্ষণ পরেই জানতে পারি আশপাশের আরও কয়েকজনের মেশিনও চুরি হয়েছে। বিষয়টি থানা–পুলিশকে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন আগে একই এলাকায় কয়েকটি সেচ মেশিন চুরি হয়েছে। এর কোনো সুরাহা কৃষকেরা পায়নি। এভাবে চলতে থাকলে কৃষকেরা নিঃস্ব হয়ে যাবে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বোরো ধানে ব্যবহৃত শ্যালো মেশিন চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই এই চক্রকে আইনের আওতায় আনা হবে।’
মানিকগঞ্জের ঘিওরে একরাতে কৃষকের পাঁচটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশুন্ডা গ্রামের মো. কামাল, কনক সরকার, পার্শ্ববর্তী চরবিনোড়া গ্রামের স্বপন সরকার, সান্তি বিশ্বাস, অজিত মাস্টার এবং আশাপুর গ্রামের হাতেম আলীর সেচ যন্ত্র চুরি হয়। এমনিতেই গত কয়েক দিন ধরে তীব্র তাবদাহ আর খরায় ধান খেতের মাটি ফেটে যাচ্ছে। সেচ যন্ত্র চুরির ঘটনায় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী কৃষক কনক সরকার বলেন, ‘এখন ধান ফুলে বের হয়েছে। প্রচণ্ড তাপ আর খরায় এমনিতেই বোরো ধানে পানি থাকছে না। এরই মধ্যে সেচ মেশিন চুরি হয়ে গেল। এখন কি করে বোরো ধানে পানি দিব। ধান খেত ফেটে যাচ্ছে।’
কৃষক অজিত বলেন, ‘প্রতিদিনের মতো সকালে বোরো ধানে পানি দিতে যাই। সে সময় দেখতে পাই, আমার সেচ মেশিন নেই। এর কিছুক্ষণ পরেই জানতে পারি আশপাশের আরও কয়েকজনের মেশিনও চুরি হয়েছে। বিষয়টি থানা–পুলিশকে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক দিন আগে একই এলাকায় কয়েকটি সেচ মেশিন চুরি হয়েছে। এর কোনো সুরাহা কৃষকেরা পায়নি। এভাবে চলতে থাকলে কৃষকেরা নিঃস্ব হয়ে যাবে।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বোরো ধানে ব্যবহৃত শ্যালো মেশিন চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই এই চক্রকে আইনের আওতায় আনা হবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে