শরীফ নাসরুল্লাহ, ঢাকা
সাভারের তেঁতুলঝোড়া কলেজের শিক্ষক আতিক রহমান এক সহকর্মীকে নিয়ে এসেছিলেন কলেজের লাইব্রেরির জন্য বই কিনতে। সময় করে উঠতে পারেননি, তাই মেলার শেষ দিকে আসা। জানালেন, শিক্ষার্থীদের জন্য চিরায়ত সাহিত্য কিনেছেন।
গতকাল ছিল বইমেলার ২৬তম দিন। বরাবর শেষ সময়ে কেনাকাটায় মন দেয় পড়ুয়া বইপ্রেমীদের একটা বড় অংশ। প্রকাশক ও বিক্রয়কর্মীদের অভিযোগ, এবারের মেলায় দর্শনার্থী অনেক এসেছেন ঠিকই, তবে বইয়ের ক্রেতা-পাঠক কম। তালিকা ধরে বই কেনার দৃশ্য প্রতিটি মেলায় চোখে পড়লেও এবার তেমনটা দেখা যায়নি। মেলার একেবারে শেষ দিকে এসে তা কিছুটা চোখে পড়ল কাল।
হুমায়ূন আহমেদের বই ঘিরে অন্যপ্রকাশে ছিল বেশ ভিড়। ভিড় লেগে ছিল আলোর ঠিকানা স্টলেও। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার নুরুজ্জামান কাফিকে ঘিরে সেলফি তোলার ভিড় দেখা যায় সেখানে। দৃষ্টিনন্দন নকশার বিভিন্ন স্টল ঘিরে সেলফি আর ছবি তোলার হিড়িকও যথারীতি ছিল।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু তাহের খান এদিন কিনেছেন অর্থনীতি, রাজনীতি, প্রবন্ধ, আত্মজীবনীমূলক বই। তিনি বলেন, ‘নিজের জন্য কিছু বই কিনেছি। বাকিগুলো উপহার দেব। বই তো একটু ধীরস্থিরভাবে কিনতে হয়। তাই মেলায় শেষ দিকেই আসি।’
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৬৬টি। এ পর্যন্ত মোট বই এসেছে ২ হাজার ৭৮৮টি।
নতুন বইয়ের খোঁজে: স্থপতি ড. সাজিদ বিন দোজার লেখা ‘রেখাচিত্রে প্রাচীন পুণ্ড্রনগর: অষ্টম শতাব্দীর সচিত্র ধারণাগাথা’ বইটি এনেছে পাঠকসমাবেশ। বইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুণ্ড্রনগরের (বর্তমান মহাস্থানগড়) নগরবিন্যাস, স্থাপত্যিক গঠন ও সেকালের জীবনধারার একটি চিত্রভিত্তিক গ্রন্থ।
লেখক, সাংবাদিক, রাজনীতিক, সংগঠক, গায়ক—সব মিলিয়ে এক বহুমুখী ব্যক্তিত্ব সংগ্রামী সত্যেন সেন। তিনি লিখেছেন উপন্যাস, স্মৃতিকথা, জীবনী, প্রবন্ধ-নিবন্ধ এমনকি বিজ্ঞানবিষয়ক বই। সত্যেন সেনের বিজ্ঞানবিষয়ক রচনাগুলো মূলত কিশোরদের জন্য লেখা। তাঁর রচিত এমন বইয়ের সংখ্যা ৬। সেগুলো একত্র করে ঐতিহ্য বের করেছে ‘সত্যেন সেন: বিজ্ঞানবিষয়ক রচনাবলি’। সংকলন ও সম্পাদনা করেছেন বদিউর রহমান।
‘স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানী ও চিন্তক’ নামে সালেহ ফুয়াদের অনুবাদগ্রন্থ এনেছে দিব্যপ্রকাশ। সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীতে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অসামান্য অবদান রাখা মুসলিম মনীষী এবং তাঁদের কর্ম নিয়ে বিবিসি রেডিও থ্রির ধারাবাহিক পডকাস্ট অবলম্বনে নির্মিত এই বই।
আয়োজন: মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি: নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা ও এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
সামিনা লুৎফা নিত্রা বলেন, বাংলাদেশের তরুণেরা ২৪ জুলাই থেকে তাঁদের প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এবং রাজপথে রক্ত ঢেলে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁরা অসাধারণ চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল এবং উপলব্ধিশীল প্রজন্ম, যাঁরা তাঁদের আশপাশের বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন। এই প্রজন্ম যে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, সেই ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানের জন্য তাঁরা প্রস্তুত।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এ বি এম সোহেল রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন ও শাহ সিদ্দিক। গতকাল ছিল নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’র পরিবেশনা।
সাভারের তেঁতুলঝোড়া কলেজের শিক্ষক আতিক রহমান এক সহকর্মীকে নিয়ে এসেছিলেন কলেজের লাইব্রেরির জন্য বই কিনতে। সময় করে উঠতে পারেননি, তাই মেলার শেষ দিকে আসা। জানালেন, শিক্ষার্থীদের জন্য চিরায়ত সাহিত্য কিনেছেন।
গতকাল ছিল বইমেলার ২৬তম দিন। বরাবর শেষ সময়ে কেনাকাটায় মন দেয় পড়ুয়া বইপ্রেমীদের একটা বড় অংশ। প্রকাশক ও বিক্রয়কর্মীদের অভিযোগ, এবারের মেলায় দর্শনার্থী অনেক এসেছেন ঠিকই, তবে বইয়ের ক্রেতা-পাঠক কম। তালিকা ধরে বই কেনার দৃশ্য প্রতিটি মেলায় চোখে পড়লেও এবার তেমনটা দেখা যায়নি। মেলার একেবারে শেষ দিকে এসে তা কিছুটা চোখে পড়ল কাল।
হুমায়ূন আহমেদের বই ঘিরে অন্যপ্রকাশে ছিল বেশ ভিড়। ভিড় লেগে ছিল আলোর ঠিকানা স্টলেও। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার নুরুজ্জামান কাফিকে ঘিরে সেলফি তোলার ভিড় দেখা যায় সেখানে। দৃষ্টিনন্দন নকশার বিভিন্ন স্টল ঘিরে সেলফি আর ছবি তোলার হিড়িকও যথারীতি ছিল।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু তাহের খান এদিন কিনেছেন অর্থনীতি, রাজনীতি, প্রবন্ধ, আত্মজীবনীমূলক বই। তিনি বলেন, ‘নিজের জন্য কিছু বই কিনেছি। বাকিগুলো উপহার দেব। বই তো একটু ধীরস্থিরভাবে কিনতে হয়। তাই মেলায় শেষ দিকেই আসি।’
গতকাল মেলায় নতুন বই এসেছে ১৬৬টি। এ পর্যন্ত মোট বই এসেছে ২ হাজার ৭৮৮টি।
নতুন বইয়ের খোঁজে: স্থপতি ড. সাজিদ বিন দোজার লেখা ‘রেখাচিত্রে প্রাচীন পুণ্ড্রনগর: অষ্টম শতাব্দীর সচিত্র ধারণাগাথা’ বইটি এনেছে পাঠকসমাবেশ। বইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুণ্ড্রনগরের (বর্তমান মহাস্থানগড়) নগরবিন্যাস, স্থাপত্যিক গঠন ও সেকালের জীবনধারার একটি চিত্রভিত্তিক গ্রন্থ।
লেখক, সাংবাদিক, রাজনীতিক, সংগঠক, গায়ক—সব মিলিয়ে এক বহুমুখী ব্যক্তিত্ব সংগ্রামী সত্যেন সেন। তিনি লিখেছেন উপন্যাস, স্মৃতিকথা, জীবনী, প্রবন্ধ-নিবন্ধ এমনকি বিজ্ঞানবিষয়ক বই। সত্যেন সেনের বিজ্ঞানবিষয়ক রচনাগুলো মূলত কিশোরদের জন্য লেখা। তাঁর রচিত এমন বইয়ের সংখ্যা ৬। সেগুলো একত্র করে ঐতিহ্য বের করেছে ‘সত্যেন সেন: বিজ্ঞানবিষয়ক রচনাবলি’। সংকলন ও সম্পাদনা করেছেন বদিউর রহমান।
‘স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানী ও চিন্তক’ নামে সালেহ ফুয়াদের অনুবাদগ্রন্থ এনেছে দিব্যপ্রকাশ। সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীতে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অসামান্য অবদান রাখা মুসলিম মনীষী এবং তাঁদের কর্ম নিয়ে বিবিসি রেডিও থ্রির ধারাবাহিক পডকাস্ট অবলম্বনে নির্মিত এই বই।
আয়োজন: মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি: নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা ও এহ্সান মাহমুদ। সভাপতিত্ব করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
সামিনা লুৎফা নিত্রা বলেন, বাংলাদেশের তরুণেরা ২৪ জুলাই থেকে তাঁদের প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এবং রাজপথে রক্ত ঢেলে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁরা অসাধারণ চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল এবং উপলব্ধিশীল প্রজন্ম, যাঁরা তাঁদের আশপাশের বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন। এই প্রজন্ম যে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, সেই ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানের জন্য তাঁরা প্রস্তুত।
‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ এবং কবি এ বি এম সোহেল রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজা, রোকন জহুর, জামিল জাহাঙ্গীর, ক্যামেলিয়া আহমেদ, আশিক আকবর, নুরতার পারভীন, জেসমিন বন্যা, সোহেল আমিন বাবু, রুহুল মাহবুব, মঈন মুরসালীন ও শাহ সিদ্দিক। গতকাল ছিল নৃত্য সংগঠন ‘নৃত্যশৈলী’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘শান্তিধাম ভাবদর্শন চর্যা চর্চা কেন্দ্র’র পরিবেশনা।
রাইপেন, ইথোফন, জিব্রেলিক অ্যাসিডসহ নানা ক্ষতিকর রাসায়নিকের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে টাঙ্গাইলের মধুপুরের আনারসে। এর কারণে ঔষধি গুণসম্পন্ন সুস্বাদু আনারস মরণঘাতী ক্যানসারের উপকরণবাহী ফলে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এমন রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যাতে দ্রুত আনারস দ্রুত বড়...
৩ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুর উপজেলায় সেতু নির্মাণের প্রায় এক বছরেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। ফলে ৪ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত ওই সেতু কাজে আসছে না এলাকাবাসীর। বিপরীতে ১৫ ফুট উঁচু পথ মাড়িয়ে ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে যাতায়াতকালে ইতিমধ্যে পথচারীদের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। কবে নাগাদ সেতুর দুই পাশে...
৪ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে মগড়া নদী। একসময় এই নদীর পানি কানায় কানায় পূর্ণ ছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খরস্রোতা এই নদী। দুই প্রান্তের পানি শুকিয়ে গেছে। হাঁটুপানিও নেই মাঝনদীতে। নাব্যতা হারিয়ে আবর্জনা আর বালুর স্তূপে অস্তিত্ব হারাচ্ছে জলজ প্রাণী ও মানুষের জীবিকার মগড়া নদী।
৪ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর স্মার্ট ফ্যামিলি কার্ড সরবরাহ করা হচ্ছে। কিন্তু পূর্বের তালিকাভুক্ত বেশির ভাগ পরিবার এখনো টিসিবির স্মার্ট কার্ড পাননি। এ দিকে রোজার আছে আর মাত্র কয়েক দিন বাকি। এ সময়ে কার্ড না পাওয়ায় টিসিবির সুবিধাবঞ্চিত হচ্ছেন পূর্বের কার্ডধারীরাও।
৪ ঘণ্টা আগে