কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সড়কে যানবাহনের চাপ না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। কিছুক্ষণ পরপর ব্যস্ততম মোড়গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট। আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
গাজীপুর কালীগঞ্জের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ট্রাফিক পুলিশ না থাকায় কলেজ শিক্ষার্থীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট নিরসনে ব্যস্ত সময় পার করছেন। এই দায়িত্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ওই সড়কের ব্যস্ততম তিনটি পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন। দেশ যত দিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে তত দিন শিক্ষার্থীরা তাদের এই সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলার কালীগঞ্জ পৌর বাজার বাসস্ট্যান্ডের বটতলা এলাকা, পুরাতন ব্যাংকের মোড় এবং কাপাসিয়া মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৫ জন শিক্ষার্থী এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষকেরা কর্মরত শিক্ষার্থীদের কোমল পানীয় বিতরণ করেন।
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শিক্ষার্থী এবং ওই কলেজের রোভার স্কাউটের অধিনায়ক নাদিমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা দেশ থেকে অন্যায়, অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে। দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাব।’
ট্রাকচালক জয়নাল বলেন, ‘ছাত্ররা যেভাবে সড়ক নিয়ন্ত্রণ করছে, এটা সত্যিই অসাধারণ। সারা দিনে কোথাও কোনো রকমের চাঁদা দিতে হয় নাই। এই ধারাটা যেন অব্যাহত থাকে।’
ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলাম জানান, আগে তাঁরা যখন গাড়ি চালাত, তখন কালীগঞ্জ ও উলুখালো স্ট্যান্ডে মোট ৬০ টাকা চাঁদা দিতে হতো। সড়কে যানজট যেমন নেই তেমনি দিতে হয়নি কোনো ধরনের চাঁদা। এতে করে তাঁরা অনেক খুশি।
অপর শিক্ষার্থী লামিয়া জানান, তিনি স্বেচ্ছায়, আনন্দে ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছেন। তার আরও কিছু সহপাঠী রয়েছে যারা আগামীকাল থেকে এই কাজে অংশগ্রহণ করবেন। তিনি এটা নিশ্চিত করতে চান সড়কে যেন আর কোনো ধরনের চাঁদাবাজি না হয়।
শিক্ষার্থী হাদিউল ইসলাম শাহীন বলেন, ‘দেশের জন্য যদি আরও কিছু করা লাগে আমরা সেটাও করতে প্রস্তুত রয়েছি। এখন সময় পরিবর্তন নিয়ে আসার। ভালো কিছু করার এবং ভালো কিছু করার উৎসাহ দেওয়ার। আমরা আমাদের এই কাজগুলোকে নিদর্শন হিসেবে রেখে যেতে চাই। পরবর্তীকালে যাঁরা দেশ শাসন করবেন, তাঁরা যেন আমাদের এই কাজগুলোকে মাথায় রেখে সততার সঙ্গে দেশ পরিচালনা করেন।’
উপজেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহ পরান জানান, উপজেলার বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা স্বেচ্ছায় এই সেবা দিয়ে যাচ্ছেন। তাঁরাও তাঁদের জায়গা থেকে আরও ভালো কিছু সেবা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন। তিনি স্থানীয়দের কাছে শিক্ষার্থীদের পাশে থাকার সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘ছাত্রদের এই উদ্যোগে স্বাগত জানাই। তারা যে পরিশ্রম করছে সততার সঙ্গে এটা দেশবাসীর কাছে অনন্য নিদর্শন হয়ে থাকবে। আমরা এই সেবামূলক কাজকে স্বাগত জানাই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সড়কে যানবাহনের চাপ না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। কিছুক্ষণ পরপর ব্যস্ততম মোড়গুলোতে দেখা যাচ্ছে স্বল্প আকারের যানজট। আর এই যানজট নিপুণ দক্ষতায় নিরসন করে যাচ্ছেন কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
গাজীপুর কালীগঞ্জের টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ট্রাফিক পুলিশ না থাকায় কলেজ শিক্ষার্থীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট নিরসনে ব্যস্ত সময় পার করছেন। এই দায়িত্বে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ওই সড়কের ব্যস্ততম তিনটি পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন। দেশ যত দিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে তত দিন শিক্ষার্থীরা তাদের এই সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলার কালীগঞ্জ পৌর বাজার বাসস্ট্যান্ডের বটতলা এলাকা, পুরাতন ব্যাংকের মোড় এবং কাপাসিয়া মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৫ জন শিক্ষার্থী এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষকেরা কর্মরত শিক্ষার্থীদের কোমল পানীয় বিতরণ করেন।
কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের শিক্ষার্থী এবং ওই কলেজের রোভার স্কাউটের অধিনায়ক নাদিমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা দেশ থেকে অন্যায়, অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে। দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাব।’
ট্রাকচালক জয়নাল বলেন, ‘ছাত্ররা যেভাবে সড়ক নিয়ন্ত্রণ করছে, এটা সত্যিই অসাধারণ। সারা দিনে কোথাও কোনো রকমের চাঁদা দিতে হয় নাই। এই ধারাটা যেন অব্যাহত থাকে।’
ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলাম জানান, আগে তাঁরা যখন গাড়ি চালাত, তখন কালীগঞ্জ ও উলুখালো স্ট্যান্ডে মোট ৬০ টাকা চাঁদা দিতে হতো। সড়কে যানজট যেমন নেই তেমনি দিতে হয়নি কোনো ধরনের চাঁদা। এতে করে তাঁরা অনেক খুশি।
অপর শিক্ষার্থী লামিয়া জানান, তিনি স্বেচ্ছায়, আনন্দে ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছেন। তার আরও কিছু সহপাঠী রয়েছে যারা আগামীকাল থেকে এই কাজে অংশগ্রহণ করবেন। তিনি এটা নিশ্চিত করতে চান সড়কে যেন আর কোনো ধরনের চাঁদাবাজি না হয়।
শিক্ষার্থী হাদিউল ইসলাম শাহীন বলেন, ‘দেশের জন্য যদি আরও কিছু করা লাগে আমরা সেটাও করতে প্রস্তুত রয়েছি। এখন সময় পরিবর্তন নিয়ে আসার। ভালো কিছু করার এবং ভালো কিছু করার উৎসাহ দেওয়ার। আমরা আমাদের এই কাজগুলোকে নিদর্শন হিসেবে রেখে যেতে চাই। পরবর্তীকালে যাঁরা দেশ শাসন করবেন, তাঁরা যেন আমাদের এই কাজগুলোকে মাথায় রেখে সততার সঙ্গে দেশ পরিচালনা করেন।’
উপজেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহ পরান জানান, উপজেলার বিভিন্ন কলেজ থেকে আসা শিক্ষার্থীরা স্বেচ্ছায় এই সেবা দিয়ে যাচ্ছেন। তাঁরাও তাঁদের জায়গা থেকে আরও ভালো কিছু সেবা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন। তিনি স্থানীয়দের কাছে শিক্ষার্থীদের পাশে থাকার সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘ছাত্রদের এই উদ্যোগে স্বাগত জানাই। তারা যে পরিশ্রম করছে সততার সঙ্গে এটা দেশবাসীর কাছে অনন্য নিদর্শন হয়ে থাকবে। আমরা এই সেবামূলক কাজকে স্বাগত জানাই।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে