নারায়ণগঞ্জ প্রতিনিধি
বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের নিয়ে বৈঠক করে বেতন বাড়ানো হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, আজ নগর ভবনে মাসিক সভা চলছিল। এতে যোগ দিতে আসা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরোধের কারণে আটকা পড়েন। পরে স্থানীয় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মধ্যস্থতায় পরিচ্ছন্নতাকর্মীরা কর্মকর্তাদের গাড়ি ছেড়ে দেন। এরপর তাঁদের ১০ জন প্রতিনিধি সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। এতে কর্মীদের বেতন ২ হাজার ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।
শঞ্জু নামে এক পরিচ্ছকর্মী বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পৃক্ত অনেকেরই বেতন বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের বেতন বাড়ানো হয় না। অথচ আমরা দিন-রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। আমরা আমাদের নায্য বেতন চাই।’
আন্দোলনে অংশ নেওয়া সোহেল লাল বলেন, ‘আমাদের প্রায় ১ হাজার ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সরকার থেকে আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও দেওয়া হয় ৯ হাজার টাকা করে। এ দিয়ে আমরা সংসার চালাতে পারি না।’
বৈঠক শেষে যুবদল নেতা মাজহারুল জানান, পরিচ্ছন্নতাকর্মীরা নতুন করে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁরা আজ বুধবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাঁদের নিয়ে বৈঠক করে বেতন বাড়ানো হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, আজ নগর ভবনে মাসিক সভা চলছিল। এতে যোগ দিতে আসা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরোধের কারণে আটকা পড়েন। পরে স্থানীয় যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মধ্যস্থতায় পরিচ্ছন্নতাকর্মীরা কর্মকর্তাদের গাড়ি ছেড়ে দেন। এরপর তাঁদের ১০ জন প্রতিনিধি সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। এতে কর্মীদের বেতন ২ হাজার ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।
শঞ্জু নামে এক পরিচ্ছকর্মী বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার সঙ্গে সম্পৃক্ত অনেকেরই বেতন বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের বেতন বাড়ানো হয় না। অথচ আমরা দিন-রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করি। আমরা আমাদের নায্য বেতন চাই।’
আন্দোলনে অংশ নেওয়া সোহেল লাল বলেন, ‘আমাদের প্রায় ১ হাজার ২৫০ জন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। সরকার থেকে আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও দেওয়া হয় ৯ হাজার টাকা করে। এ দিয়ে আমরা সংসার চালাতে পারি না।’
বৈঠক শেষে যুবদল নেতা মাজহারুল জানান, পরিচ্ছন্নতাকর্মীরা নতুন করে ১১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। পরে তাঁদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিল। পরবর্তীতে তাদের সঙ্গে আলোচনা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
২৩ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
৩৪ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩৯ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে