Ajker Patrika

ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়াসহ ছিনতাই, আহত ৪ পুলিশ সদস্য

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি থানা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মাদকদ্রব্য ইয়াবা বড়িসহ আটক দুই যুবককে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন কালকিনি উপজেলার ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান (৩৫) এবং একই এলাকার মোস্তফা সরদারের ছেলে আল আমিন সরদার (৩০)। রাশেদুল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. বাকামিন খানের বড় ভাই। তাঁদের কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম কালকিনি বাজারের বড় ব্রিজ এলাকায় অভিযানে যায়। এ সময় পাঁচটি ইয়াবা বড়িসহ আল আমিন সরদার ও রাশেদুল খানকে আটক করা হয়। হাতকড়া পরিয়ে বড় ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে একদল ব্যক্তি হামলা চালান। এ সময় কালকিনি থানার এসআই আবুল বাশার, এএসএই সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম আহত হন। পরে হাতকড়া পরা অবস্থায় আটক দুই যুবককে ছিনিয়ে নেওয়া হয়।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নামে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী, কালকিনি থানার পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ যৌথ অভিযানে নেমেছে। হামলাকারীদের ও ছিনিয়ে নেওয়া দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত