নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রাজু হোসেন (৩৮)। তিনি ভবনের ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন। এই ভবনে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আ. আহাদ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আ. আহাদ বলেন, গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে ভোর চারটায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রাজুর মৃত্যুর খবরটি শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামানও আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজু ওই ভবনে ১১ তলায় একমি কোম্পানির এক কর্মকর্তার বাসায় কাজ করতেন। সেখানে তিনি বাবুর্চির কাজ করতেন।
গুলশান বিভাগের ডিসি সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন লাগার কথা জানতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আপাতত ভবনে প্রবেশ করেছেন ফ্ল্যাট মালিকেরা। আমরা কেউ ভেতরে যাচ্ছি না। মালিকেরা নিরাপত্তাকর্মীদের নিয়ে যাঁর যাঁর ফ্ল্যাটে যাচ্ছেন।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যে দুজন এই অগ্নিকাণ্ডে মারা গেছেন, তাঁরা দুজনই ভবন থেকে লাফ দিয়েছিলেন। আমরা বারবার বলেছিলাম, আপনারা কষ্ট করে থাকুন, দ্রুত সময়ে উদ্ধার করা হবে। কিন্তু তারা ধৈর্য ধরে থাকতে পারেননি। যাঁরা ছিলেন কষ্ট করে, তাঁদের উদ্ধার করা গেছে।’
গতকাল রোববার সন্ধ্যায় ভবনটিতে আগুন লাগার পর রাজু নিচে লাফিয়ে পড়ে আহত হন। পরে তাঁকে জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রাতেই রাজুর মরদেহ গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যায় তাঁর পরিবার। রাজুর ছোট ভাই সজীব এসব তথ্য জানান।
সজীব বলেন, কালীগঞ্জ নাগরি গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়েছে। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। গতকাল রাতে আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
শিকদার মেডিকেলে সব মিলিয়ে গতকাল থেকে ৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। রাতে আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. রাজু হোসেন (৩৮)। তিনি ভবনের ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন। এই ভবনে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আ. আহাদ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আ. আহাদ বলেন, গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজে ভোর চারটায় তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া সংকটাপন্ন অবস্থায় আরেকজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রাজুর মৃত্যুর খবরটি শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামানও আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজু ওই ভবনে ১১ তলায় একমি কোম্পানির এক কর্মকর্তার বাসায় কাজ করতেন। সেখানে তিনি বাবুর্চির কাজ করতেন।
গুলশান বিভাগের ডিসি সাংবাদিকদের বলেন, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন লাগার কথা জানতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আপাতত ভবনে প্রবেশ করেছেন ফ্ল্যাট মালিকেরা। আমরা কেউ ভেতরে যাচ্ছি না। মালিকেরা নিরাপত্তাকর্মীদের নিয়ে যাঁর যাঁর ফ্ল্যাটে যাচ্ছেন।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যে দুজন এই অগ্নিকাণ্ডে মারা গেছেন, তাঁরা দুজনই ভবন থেকে লাফ দিয়েছিলেন। আমরা বারবার বলেছিলাম, আপনারা কষ্ট করে থাকুন, দ্রুত সময়ে উদ্ধার করা হবে। কিন্তু তারা ধৈর্য ধরে থাকতে পারেননি। যাঁরা ছিলেন কষ্ট করে, তাঁদের উদ্ধার করা গেছে।’
গতকাল রোববার সন্ধ্যায় ভবনটিতে আগুন লাগার পর রাজু নিচে লাফিয়ে পড়ে আহত হন। পরে তাঁকে জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। রাতেই রাজুর মরদেহ গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যায় তাঁর পরিবার। রাজুর ছোট ভাই সজীব এসব তথ্য জানান।
সজীব বলেন, কালীগঞ্জ নাগরি গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়েছে। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। গতকাল রাতে আনোয়ার হোসেন নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আনোয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
শিকদার মেডিকেলে সব মিলিয়ে গতকাল থেকে ৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। রাতে আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
৩২ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে